কলকাতা, 13 নভেম্বর: কবে মিটবে কলকাতায় পানীয় জল সমস্যা? এই প্রশ্ন বহুদিনের ৷ কলকাতার সংযুক্ত এলাকা, দক্ষিণ ও পূর্ব কলকাতার বিস্তীর্ণ এলাকায় পানীয় জলের সমস্যা দীর্ঘ দিনের । ধাপা জল প্রকল্পের জল বেশ কিছু এলাকায় গেলেও আকছার অভিযোগ ওঠে জলের চাপ কম (Kolkata drinking water Problem) । কিছু এলাকায় নাগরিকদের নির্ভর করতে হয় ভূগর্ভস্থ জলের উপর । শহরের নাগরিকদের কথা ভেবে বেশ কয়েক বছর আগেই সিদ্ধান্ত হয়েছিল ধাপা জল প্রকল্পের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা হবে । তবে বাধা হয়ে দাঁড়িয়েছিল আর্থিক সঙ্কট । তবে অবশেষে সবুজ সংকেত মিলেছে (new project in Dhapa water treatment plant)।
132 কোটি টাকা খরচে ধাপা জল প্রকল্পে নির্মাণ হতে চলেছে 20 এমজিডি জল উৎপাদন কেন্দ্র ৷ চলতি বছরের ডিসেম্বর থেকেই শুরু হবে এই প্রকল্পের কাজ, এমনটাই খবর কলকাতা পৌরনিগম সূত্রে ৷ বামফ্রন্ট আমলে দক্ষিণ, পূর্ব কলকাতা ও সংযুক্ত এলাকার বিস্তীর্ণ অংশে নাগরিকদের পানীয় জল সমস্যার সমাধানে ধাপায় গড়ে তোলা হয়েছিল 30 মিলিয়ন গ্যালন উৎপাদন ক্ষমতা সম্পন্ন জল প্রকল্প জ্যোতি বসু জল প্রকল্প । পরে তৃণমূল বোর্ড কলকাতা কর্পোরেশনের ক্ষমতায় এলে সেই নাম বদল করা হয় ।