কলকাতা, 17 মে:রাজ্যে ইলেকট্রনিক ও তার সঙ্গে সম্পর্কিত অন্যান্য ক্ষেত্রে ছাত্রছাত্রীদের বাড়তি সহায়তা করতে এবং বাংলায় তথ্য-প্রযুক্তি সেক্টরে চাকরির নয়া দিশা খুলে দিতে রাজ্যে শুরু হতে চলেছে আইটি হার্ডওয়্যার উৎপাদনের পিএলআই হাব । বুধবার এমনটাই জানিয়েছেন, রেল ও কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি মন্ত্রকের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ।
তথ্য বলছে, দেশে সম্ভাবনা থাকলেও হাতে কলমে প্রশিক্ষণপ্রাপ্ত ব্যাক্তি এবং পরিকাঠামোর অভাবের জন্যেই আইটি হার্ডওয়্যার বিদেশ থেকে আমদানি করা হয় বর্তমানে । সারা বিশ্ব বর্তমানে প্রযুক্তির উপর নির্ভরশীল । সকাল থেকে রাত পর্যন্ত প্রযুক্তি ছাড়া জীবন যাপন অসম্ভব । তাই ডিজিটালভাবে আরও সক্ষম হতেই নতুন পদক্ষেপ করছে কেন্দ্র।
মন্ত্রী জানিয়েছেন, এই প্রকল্পের মূল লক্ষ্য হল ভারতের আইটি সংস্থাগুলির পরিকাঠামো উন্নয়ন এবং ব্যবসা বৃদ্ধি ৷ সেই লক্ষ্যেই চালু করা হয়েছে পিএলআই বা প্রোডাকশন লিংকড ইনসেনটিভ স্কিম। এর আগে এই প্রকল্পে মোবাইল ফোন উৎপাদনের উপর জোর দেওয়া হয়েছিল। তারপর ভারত মোবাইল ফোন উৎপাদনের ক্ষেত্রে বিশেষভাবে সাফল্য লাভ করেছে । এমনটাই দাবি করেন মন্ত্রী । তাই মোবাইল ফোন উৎপাদনের ক্ষেত্রে সাফল্য মেলার পরেই আগামিদিনে আইটি হার্ডওয়ারের উৎপাদনের উপর জোর দেওয়ার উদ্দেশ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আইটি হার্ডওয়্যার সংক্রান্ত বিলে অনুমোদন দেওয়া হয় ৷
6 বছরের জন্য এই প্রকল্পটি নেওয়া হয়েছে । 2020 সালের এপ্রিল মাসে এই প্রকল্পের সূচনা হয় ৷ এই প্রকল্পের জন্য 17 হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে । অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, চাকরির সুযোগের সন্ধানে বাংলা থেকে বহু যুবক-যুবতী অন্য রাজ্যে পাড়ি দিচ্ছে। তাই এই প্রকল্প রাজ্যে চালু হলে তাঁদের আর নিজের রাজ্য ছেড়ে অন্যত্র যেতে হবে না । পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে ভোকাল ফর লোকালের স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন বাস্তবায়নের দিকে এটি একটি দৃঢ় পদক্ষেপ বলে জানান মন্ত্রী । রাজ্যে এই আইটি হাব তৈরি হলে হাতে কলমে প্রশিক্ষণ তো বটেই প্রশিক্ষণপ্রাপ্ত ব্যাক্তিদের চাকরি পাওয়ার ক্ষেত্রেও অনেকটা সহায়তা হবে । কেন্দ্রের দাবি, এরফলে ভারত থেকে বাইরের দেশগুলোতে বিভিন্ন আইটি হার্ডওয়ারের জিনিসপত্র যেমন ল্যাপটপ, মোবাইল ট্যাব-সহ অন্যান্য এই ধরনের জিনিস রফতানিতে সক্ষম হবে দেশ, মিটবে দেশের প্রয়োজনও ।
আরও পড়ুন: 2025-এর মধ্যে উচ্চ রক্তচাপ-ডায়াবিটিসের 75 মিলিয়ন রোগীকে স্ট্যান্ডার্ড কেয়ারে আনবে কেন্দ্র