পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

HC on Primary Recruitment: 2016 সালে প্রাথমিক নিয়োগে অ্যাপটিটিউড টেস্ট হয়েছিল কি না, জানতে রিপোর্ট তলব হাইকোর্টের - 2016 Primary Recruitment

প্রাথমিকের নিয়োগে অ্যাপটিটিউড টেস্ট হয়েছিল কি না, তা সাতদিনের মধ্যে জানতে চেয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে নির্দেশ দিল হাইকোর্ট (2016 Primary Recruitment) ৷

Etv Bharat
কলকাতা হাইকোর্ট

By

Published : Jan 17, 2023, 5:57 PM IST

কলকাতা, 17 জানুয়ারি: প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে হলফনামা দিয়ে সাতদিনের মধ্যে 2016 সালের প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অ্যাপটিটিউড টেস্ট হয়েছিল কি না, তা জানানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Primary Recruitment 2016)। মঙ্গলবারই এই নির্দেশ দেয় আদালত ৷ এমনকি চলতি বছর নিয়োগে ওই টেস্ট নেওয়া হচ্ছে কি না, তাও 24 জানুয়ারির মধ্যে হলফনামা দিয়ে জানাতে হবে বলে জানিয়েছে আদালতকে ।

মঙ্গলবার এই বিষয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাতজন মামলকারীর সাক্ষ্য গ্রহণ করেন ৷ তাঁদের বক্তব্য শুনে আদালত নিশ্চিত অ্যাপটিটিউড টেস্ট না নিয়েই নিয়োগ হয়েছে (Aptitude Test Issue in 2016 Primary Recruitment)। অথচ পাঁচ নম্বর ওই টেস্টের জন্য বরাদ্দ করা রয়েছে ।

আরও পড়ুন :বিচারপতি মান্থার বাড়ির সামনে ও হাইকোর্টে কারা পোস্টার দিয়েছিল ? রিপোর্ট তলব আদালতের

2016 সালের প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় কোনও অ্যাপটিটিউড টেস্ট না হওয়ার বিস্ফোরক অভিযোগ তুলে মামলা করেন প্রিয়াঙ্কা নস্কর-সহ একাধিক প্রাথমিক চাকরিপ্রার্থী । প্রায় সাতজন মামলাকারীকে কাঠগড়ায় তুলে ইন্ডিয়ান অ্যাডিড্যান্স অ্যাক্টের 165 ধারা মেনে বিচারপতি গঙ্গোপাধ্যায় এদিন তাঁদের সাক্ষ্য গ্রহণ করেন । মোট 139 জন মামলাকারীর মধ্যে 7 জনের সাক্ষ্য গ্রহণ করা হয় । এরপর নির্দেশ দেওয়া হয় 24 জানুয়ারি প্রাথমিক শিক্ষা পর্ষদ হলফনামা দিয়ে জানাবে ওই টেস্ট হয়েছিল কি না।

উল্লেখ্য, 2014 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় দুর্নীতি সামনে এসেছে । এই নিয়োগে বিপুল কারচুপির অভিযোগে বিচারপতি গঙ্গোপাধ্যায় ইতিমধ্যেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন । 2016 সালের উচ্চ প্রাথমিকের নিয়োগ নিয়ে দুর্নীতি সামনে এলেও এতদিন প্রাথমিক নিয়োগ নিয়ে তেমন কিছু সামনে আসেনি । আপাতত 24 জানুয়ারি প্রাথমিক শিক্ষা পর্ষদ রিপোর্ট দেওয়ার পর জানা যাবে এই নিয়োগ নিয়ে কোনও কারচুপি হয়েছিল কি না ।

আরও পড়ুন :'ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব', 2016-র পুরো প্যানেল বাতিলের হুঁশিয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

ABOUT THE AUTHOR

...view details