কলকাতা, 17 জানুয়ারি: দিনের ব্যস্ত সময়ে দোকানের তালা বন্ধ করে রাস্তায় প্রতিবাদ মিছিলে সামিল হলেন নিউমার্কেট ব্যবসায়ীরা ৷ বেলাগাম হকাররাজের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েই তাঁদের এই সিদ্ধান্ত । বুধবার নিউমার্কেট শুধু নয়, গোটা ধর্মতলা জুড়ে ছোট-বড় দোকান থেকে শপিং মলে দেখা গেল তালা ঝুলতে ৷ দুপুর তিনটে পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত দোকান ৷ এমনটাই জানিয়েছিলেন দোকান মালিকরা । কলকাতা পৌরনিগমের কেন্দ্রীয় ভবনের সামনে ব্যবসায়ীরা এ দিন বিক্ষোভ দেখান । এর জেরে এই প্রথম ঘুর পথে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে কেন্দ্রীয় ভবনে ঢুকতে হল । তিনি নিরাপত্তা ও পুলিশ কর্মীদের থেকে বিক্ষোভের বিষয়টি জানেন । এরপর ব্যবসায়ীরা পৌর কমিশনারের সঙ্গে দেখা করতে চাইলেও মেয়র নিজে তাঁদের সঙ্গে দেখা করবেন বলে জানান । তারপরেই পাঁচজনের প্রতিনিধি দল মেয়রের সঙ্গে দেখা করতে এসেছেন পৌরনিগমে।
এদিন দোকান বন্ধ করে সিমপার্ক মলের সামনে ব্যবসায়ীদের 12টি সংগঠনের যৌথ মঞ্চ জয়েন্ট ট্রেডার্স ফেডারেশন জমায়েত করে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শন করে । হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানায় তারা। বেশ কিছু সময় সেখানে থেকে পর তারা প্রতিবাদ মিছিলও বের করে । এই মিছিল সিমপার্ক মলের সামনে থেকে শুরু হয়ে নিউমার্কেট চত্বর ঘুরে যায় কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রালের অফিসে । সেখানে ব্যবসায়ীদের সমস্যার কথা জানিয়ে প্রতিনিধিরা স্মারক লিপি জমা দেন । তারপর কলকাতা পৌরনিগমের সামনে আসে মিছিল । সেখানে ব্যবসায়ী সংগঠনের তরফে পৌর কমিশনার বিনোদ কুমারের কাছে স্মারক জমা দেওয়া হয় ।