পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Joining in BJP: বিজেপি'তে যোগদান বিশিষ্টদের, মঙ্গলবার মরিচঝাঁপি দিবস পালন করবে দল

সোমবার বিজেপিতে যোগ দেন কয়েকজন বিশিষ্ট ৷ তাঁদের মধ্যে হুগলি জেলার তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারিও ছিলেন (joining from TMC to BJP) ৷

ETV Bharat
ফাইল চিত্র

By

Published : Jan 30, 2023, 10:37 PM IST

কলকাতা, 30 জানুয়ারি: নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি ৷ তবে দরজায় কড়া নাড়ছে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন ৷ তার আগেই বিজেপি'তে যোগদান করলেন কয়েকজন বিশিষ্ট মানুষ। এদিন রাজ্য বিজেপির প্রধান কার্যালয় মুরুলিধর সেন লেনে এই যোগদান পর্ব সম্পন্ন হয় ৷ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) উপস্থিতিতে ওই যোগদান পর্ব সম্পন্ন হয় ৷ এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি উত্তর কলকাতা সভাপতি তমোঘ্ন ঘোষ এবং বিজেপি নেতা দীপাঞ্জন গুহ (BJP New Joining)।

এদিন হুগলি জেলার তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি অরিত্র চট্টোপাধ্যায়, আইনজীবী শ্যামল সাহা, মহিলা কংগ্রেসের সেক্রেটারি থেকে তৃণমূলের টিভি প্যানেলিস্ট সুদীপ্তা রায় চৌধুরী, এফডিআই পরামর্শদাতা রাজা মুখোপাধ্যায়, জন্যসংযোগ আধিকারিক তথা সেফোলজিস্ট অরিন্দম বন্দ্যোপাধ্যায়-সহ আরও কয়েকজন আজ বিজেপিতে যোগদান করেন । তবে পঞ্চায়েত নির্বাচনের আগে এই যোগদানে বিজেপি কতটা লাভবান হবে তা নিয়ে দ্বিমত রয়েছে রাজনৈতিক মহলে ৷ এবার অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে পঞ্চায়েত ভোটে তাদের ফল ভালো হবে বলে দাবি করেছে গেরুয়া শিবির ৷ কিন্তু দলের সংগঠনের বিষয়টিও তাদের চিন্তায় রাখছে ৷

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর দাবি সঠিক হলে উপাচার্যর ক্ষমা চাওয়া উচিত, অমর্ত্য সেনের জমি বিতর্কে মন্তব্য অনুপমের

মঙ্গলবার মরিচঝাঁপি দিবস । 1979 সালের 31 জানুয়ারি ঘটেছিল মরিচঝাঁপিকাণ্ড ৷ এই বিশেষ দিনে ওই দ্বীপে গিয়ে রাজ্য বিজেপির তরফে মরিচঝাঁপি দিবস পালন করা হবে ৷ এই বিষয়ে বিজেপি'র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন,"এসসি মোর্চার সভাপতি সুদীপ দাসের নেতৃত্বে আটটি লঞ্চ নিয়ে কয়েকশো কর্মী মরিচঝাঁপিতে যাবেন এবং মরিচঝাঁপি দিবস পালন করবেন । 1978 থেকে 1979 সালের মধ্যে বাঙালি উদ্বাস্তু সমাজের সঙ্গে তৎকালীন বামফ্রন্ট সরকার যে দুর্ব্যবহার এবং পশুর মতো আচরণ করেছিল তার প্রতিবাদ করা হবে ৷" মঙ্গলবার সকাল 6টা থেকে দলের নেতা-কর্মীরা মরিচঝাঁপির উদ্দেশ্যে রওনা হবেন ৷

ABOUT THE AUTHOR

...view details