কলকাতা, 15মার্চ : কোরোনা ভাইরাস আক্রান্তদের পরিষেবার জন্য রাজারহাটে তৈরি করা হচ্ছে অত্যাধুনিক আইসোলেশন সেন্টার । পাশাপাশি, জেলা হাসপাতালগুলিতেও থাকছে আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা । শনিবার রাজ্যের মানুষকে কোরোনা ভাইরাস নিয়ে এভাবেই আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
কোরোনা আক্রান্তদের জন্য রাজারহাটে আইসোলেশন সেন্টার : মুখ্যমন্ত্রী - new isolation center in Rajarhat
কোরোনা ভাইরাসের থাবা থেকে মানুষকে পরিষেবা দিতে রাজ্য প্রশাসন সবরকম ব্যবস্থা নিচ্ছে বলে আজ আরও একবার জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী ।
কোরোনা ভাইরাসের থাবা থেকে মানুষকে পরিষেবা দিতে রাজ্য প্রশাসন সবরকম ব্যবস্থা নিচ্ছে বলে আজ আরও একবার জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী । প্রসঙ্গত, চিত্তরঞ্জন ক্যানসার ইনস্টিটিউটের দ্বিতীয় ক্যাম্পাস তৈরি করার জন্য রাজারহাটে জমি দিয়েছিল রাজ্য সরকার । এই জমির উপরে গড়ে উঠেছে ন'তলাবিশিষ্ট একটি বড় বিল্ডিং । কিন্তু এখনও পর্যন্ত সেটি চালু হয়নি ।
এবার কোরোনা ভাইরাস মোকাবিলার জন্য এই বিল্ডিংকেই কাজে লাগাচ্ছে রাজ্য স্বাস্থ্য দপ্তর । মুখ্যমন্ত্রী জানান, "আপাতত কিছু দিনের জন্য এখানেই আইসোলেশন সেন্টার গড়া হচ্ছে । তবে চিত্তরঞ্জন ক্যানসার ইন্সটিটিউটকে পরে আবার ফিরিয়ে দেওয়া হবে তাদের দ্বিতীয় ক্যাম্পাসের জায়গা ।" রাজারহাটে 200 থেকে 300 বেডের আরও একটি আইসোলেশন সেন্টার তৈরির জন্য জায়গা চিহ্নিত করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান ।