পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এবার 100 ডায়াল করলেই হাজির হবে পুলিশ, লালবাজারে অত্যাধুনিক প্রযুক্তির গাড়ি - pcr van

কলকাতা, 30 অগাস্ট : কলকাতাবাসীর সুরক্ষায় আরও বেশি করে তৎপর পুলিশ । এবার যে কোনও ঘটনায় 100 ডায়াল করলে কিছুক্ষণের মধ্যেই হাজির হবে কলকাতা পুলিশের দল । এর জন্য 58 টি নতুন প্রযুক্তির গাড়ি আনল লালবাজার । গাড়িগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা ।

kolkata police

By

Published : Aug 30, 2019, 10:47 AM IST

কলকাতা, 30 অগাস্ট : কলকাতাবাসীর সুরক্ষায় আরও বেশি করে তৎপর পুলিশ । এবার যে কোনও ঘটনায় 100 ডায়াল করলে কিছুক্ষণের মধ্যেই হাজির হবে কলকাতা পুলিশের দল । এর জন্য 58 টি নতুন প্রযুক্তির গাড়ি আনল লালবাজার । গাড়িগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা ।

আরও পড়ুন : শহরবাসীর সুরক্ষায় নতুন PCR ভ্যান

ইদানিং, কলকাতা পুলিশের কন্ট্রোল রুমে ফোনের সংখ্যা বেড়ে গেছে অনেকটাই । বহু নাগরিক 100 ডায়ালে ফোন করে জানাচ্ছেন নিজের অসুবিধার কথা । তাদের কথা শুনে দ্রুত ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুলিশ । সম্প্রতি বাসের মধ্যে এক মা এবং মেয়ের শ্লীলতাহানির চেষ্টা করে একদল যুবক । তখন মা 100 ডায়ালে ফোন করেন । রাস্তাতেই আটক করা হয় অভিযুক্তদের ।

আবার , গত বুধবার রাতে হঠাৎই 100 ডায়ালে ফোন আসে । এক ব্যক্তি জানান যে ফেসবুক লাইভ করে আত্মহত্যার চেষ্টা করছেন এক মহিলা । দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেয় পুলিশ । দক্ষিণ 24 পরগনার আমতলা থানা এলাকার ওই মহিলার প্রাণ বাঁচেন । কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায়, পুলিশ কন্ট্রোল রুমের থেকে ফোন পেয়ে ঘটনাস্থানে পৌঁছতে সময় লেগে যায় । আর সেই জন্য লালবাজারের পুলিশকর্তারা চিন্তাভাবনা শুরু করেন ।

রাস্তায় থাকবে কন্ট্রোল রুমের টিম । সেইমতো সম্প্রতি কেনা হয় 72 টি গাড়ি । সেখানে উন্নত প্রযুক্তির ব্যবস্থা করে তৈরি করা হয়েছে পুলিশ কন্ট্রোল রুম ভ্যান বা PCR ভ্যান । গাড়িগুলোতে থাকছে সাইরেন এবং হুটার । এর সঙ্গে থাকবে অত্যাধুনিক ট্যাব । যাতে সব সময় চালু থাকবে GPS । ফলে এই গাড়িগুলোর অবস্থান কোথায় আছে তা পুলিশের কন্ট্রোলরুমে বসেই দেখা যাবে । এর মাধ্যমে সরাসরি যোগাযোগ করা যাবে পুলিশ কন্ট্রোল রুমের সঙ্গে । থাকছে ওয়ারলেস রেডিও ।

লালবাজার সূত্রের খবর, এই মুহূর্তে কলকাতা পুলিশের 26 টি RCP পয়েন্ট রয়েছে । সেখানে 24 ঘন্টার জন্য প্রয়োজন 52টি গাড়ি । প্রতিটি গাড়িতে থাকবেন একজন ASI , দু'জন কনস্টেবল । কন্ট্রোল রুম থেকে খবর পাওয়া মাত্রই ঘটনাস্থানে চলে যাবে এই গাড়ি । কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা বলেন, " আমরা আগের RFS গাড়িগুলির সঙ্গে এটি যুক্ত করলাম । যাতে কেউ 100 ডায়াল করলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায় । "

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details