যাদবপুর, 14 অগস্ট:যাদবপুর-কাণ্ডে সামনে এল বিস্ফোরক তথ্য ৷ যে চিঠি ঘিরে বেড়েছে জল্পনা, সেই চিঠি আসলে লেখেইনি মৃত ছাত্র । পুলিশ সূত্রে খবর, চিঠিটি লিখেছে ধৃত ছাত্র দীপশেখর । পুলিশ জেরায় স্বীকারও করেছে সে । যেখানে দীপশেখরের জানাচ্ছে, যাদবপুর-কাণ্ডে ধৃত অপর দুই ছাত্র সৌরভ ও মনোতোষের উপস্থিতিতেই চিঠিটি লেখা হয় । উপস্থিত ছিল মৃত ছাত্রও ।
চিঠিটি লেখা হয়েছিল হস্টেলের এক সিনিয়র 'রুদ্র দা' র বিরুদ্ধে । অভিযোগ আকারেই চিঠিতে লেখা হয়, প্রথম বর্ষের ছাত্রকে ভয় দেখানোর চেষ্টা করছে এই সিনিয়র । সিনিয়রদের দাপটে ভয় পাচ্ছে সেই ছাত্র ও তার পরিবার । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 'ডিন অফ স্টুডেন্ট' কে উদ্দেশ্য করে চিঠিটি লেখা হয় । জেরায় দীপশেখর স্বীকার করে, এই চিঠি তারই লেখা ।
রবিবার সকাল থেকেই মৃত ছাত্রের ঘর থেকে পাওয়া চিঠি নিয়ে জল্পনা ছড়িয়েছিল ৷ ছাত্রের বাবা দাবি করেছিলেন এই চিঠির হাতের লেখা তাঁর ছেলের নয় ৷ চিঠির রহস্য উদঘাটনে নামেন তদন্তকারীরা ৷ তারপরই যাদবপুর-কাণ্ডে ধৃত দীপশেখর দত্তকে জেরা করে মিলল চিঠি সংক্রান্ত তথ্য ৷ জেরায় সে জানায়, চিঠির হাতের লেখা তার ৷ এমনকি চিঠি লেখার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল মৃত পড়ুয়াও । তবে চিঠিটিতে যে সই করা রয়েছে সেই সই দীপশেখরের নয় ।