পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

WB Recruitment Scam: ডকুমেন্ট ভেরিফাই করতে চাকরিপ্রার্থী পিছু 4 লক্ষ টাকা নিতেন গোপাল, দাবি ইডি'র - gopal dalapati in recruitment scam

নিয়োগ দুর্নীতির তদন্তে প্রায় প্রতিদিনই নতুন তথ্য জানতে পারছেন ইডি তদন্তকারীরা ৷ জানা গিয়েছে, প্রাথমিকের নিয়োগে চাকরিপ্রার্থী পিছু 4 লক্ষ টাকা করে নিয়েছিলেন গোপাল দলপতি ৷

Etv Bharat
ফাইল ছবি

By

Published : Apr 12, 2023, 6:58 PM IST

কলকাতা, 12 এপ্রিল:প্রাথমিকে শিক্ষক পদে চাকরিপ্রার্থী পিছু 4 লক্ষ টাকা করে নিতেন গোপাল দলপতি । শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে এই তথ্য জানতে পেরেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এর তদন্তকারীরা ৷ ইডি সূত্রে আরও খবর, 2014 সালের টেট পরীক্ষায় যাঁরা ফেল করেছিলেন তাঁদের যাবতীয় নথিপত্র বা অফিসিয়াল ডকুমেন্টস ভেরিফাই করতে কুন্তলের থেকে প্রায় চার কোটি টাকা চেয়েছিলেন গোপাল দলপতি ।

ইডি'র আরও দাবি, এই মামলায় ধৃত ও বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষ প্রাথমিক ও এসএসসি গ্রুপ-ডি চাকরিতে অবহিতভাবে অযোগ্য প্রার্থীদের নিয়োগ করিয়ে প্রায় 34 কোটি টাকা আত্মসাৎ করেন । তবে এই 34 কোটি টাকার মধ্যে 16 কোটি টাকা তিনি গোপাল দলপতিকে দিয়েছিলেন । ইতিমধ্যেই এই বিস্ফোরক তথ্য হাতে পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর গোয়েন্দারা ।

পাশাপাশি আরও জানা গিয়েছে, 2014 এর প্রাথমিক টেট পরীক্ষা পাস করাতে চাকরিপ্রার্থী পিছু কুন্তল 1 লক্ষ টাকা করে নিতেন ৷ তবে প্রাথমিকে শিক্ষক পদে চাকরি পাইয়ে দিতে কুন্তলের চাহিদা ছিল 5 লক্ষ টাকা ৷ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে নেমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জানতে পেরেছে রাজ্যে মোট 50 জন এজেন্ট বা দালাল কুন্তল ঘোষের অধীনস্থ ছিল । দালাল বা এজেন্ট মারফত কুন্তল ঘোষ প্রায় 11 কোটি টাকা তুলেছিলেন ৷

আরও পড়ুন: বিকাশ ভবনে বিশেষ ঘরে বসেছিল 'ভুয়ো' ইন্টারভিউ বোর্ড, নিয়োগ দুর্নীতিতে দাবি ইডির

শুধু যে 2014 সালের টেট পরীক্ষায় দুর্নীতি হয়েছিল তেমনটা নয়, বরং 2012 সাল থেকেই টেট পরীক্ষায় দুর্নীতির বীজ বপন হয়েছিল বলে মনে করছে ইডি ৷ সম্প্রতি এই দুর্নীতি মামলায় ধৃত অয়ন শীলের সল্টলেকের বাড়ি এবং অফিসে তল্লাশি করে 2014 ও 2012 সালের টেটের একাধিক চাকরিপ্রার্থীর ওএমআর শিট উদ্ধার করেন ইডি'র তদন্তকারীরা । ইডি'র দাবি এই দুর্নীতিকাণ্ডে জড়িয়ে রয়েছেন সরকারি আধিকারিক থেকে শুরু করে রাজ্যের একাধিক প্রভাবশালী ব্যক্তি । ইতিমধ্যেই কুন্তল ঘোষের বাড়ি থেকে উদ্ধার হওয়া একটি ডায়েরিতে বিভিন্ন বিস্ফোরক তথ্য হাতে পেয়েছেন তদন্তকারীরা ৷ মূলত কোন কোন প্রভাবশালীকে কত টাকা করে দিতে হত এবং কোন কোন এজেন্টের কাছ থেকে কুন্তল ঘোষ মাসে কত টাকা করে তুলেছিল তার বিস্তারিত তথ্য রয়েছে সেই ডায়েরিতে বলে খবর ।

ABOUT THE AUTHOR

...view details