পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Alipore Zoo: নববর্ষের আগেই আলিপুর চিড়িয়াখানায় নতুন অতিথি - হিমালয় ব্ল্যাক বিয়ার

নববর্ষের আগেই আলিপুর চিড়িয়াখানায় একাধিক নতুন অতিথির দেখা মিলবে ৷ যার মধ্যে আছে একটি জিরাফ শাবক ৷ এই নিয়ে আলিপুর চিড়িয়াখানায় জিরাফের সংখ্যা হল 11টি ৷

Etv Bharat
চিড়িয়াখানায় নতুন অতিথি

By

Published : Apr 4, 2023, 9:47 PM IST

মায়ের সঙ্গে একান্তে

কলকাতা, 4 এপ্রিল: পশু-পাখিপ্রেমী ও দর্শকদের জন্য সুখবর । পয়লা বৈশাখের আগে আলিপুর চিড়িয়াখানায় এল নতুন অতিথি । জন্ম হয়েছে একটি জিরাফ শাবকের । 14 দিনের বাচ্চা দিব্যি মায়ের সঙ্গে খেলছে ৷ এই নিয়ে আলিপুর চিড়িয়াখানায় জিরাফের সংখ্যা দাঁড়ালো 11টি । নববর্ষে জিরাফ শাবকটিকে দেখার জন্য দর্শকদের মধ্যে উৎসাহ বেড়েছে । এছাড়াও কয়েকদিন আগে চিড়িয়াখানার আকর্ষণ বাড়াতে দু’টি হিমালয়ান ব্ল্যাক বিয়ার আনা হয়েছে । যেগুলিকে শাবক অবস্থায় ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে পাচারের সময় বন দফতরের কর্মকর্তারা উদ্ধার করেছিলেন ।

গত মাসের শেষের দিকে বিশ্ব ভাল্লুক দিবস উপলক্ষে প্রথমবারের মতো দু’টি হিমালয় ব্ল্যাক বিয়ারকে দর্শকদের জন্য মুক্ত করা হয় । আলিপুর জুওলজিক্যাল গার্ডেনের ডিরেক্টর তাপস দাস বলেন, "18 মাস বয়সি দু’টি পুরুষ শাবক প্রাণোচ্ছ্বল । আমরা আশাবাদী চিড়িয়াখানায় আগত শিশুরা তাদের কাজ দেখে রোমাঞ্চিত হবে । চিড়িয়াখানার পশুপাখিদের স্বাচ্ছন্দ্যে থাকতে সমস্ত রকম ব্যবস্থা করা হচ্ছে । একইভাবে দর্শক টানতে নানান পদক্ষেপও গ্রহণ করা হচ্ছে । সবদিক বজায় রেখে চিড়িয়াখানার সার্বিক পরিবেশ রক্ষায় একাধিক পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।"

আরও পড়ুন :দার্জিলিঙের চিড়িয়াখানায় দেখা মিলবে সাইবেরিয়ার বাঘের, থাকছে আরও চমক

সূত্রের দাবি, পাচারের সময় ওই দুই ভাল্লুককে উদ্ধার করে আলিপুর ভেটেনারি হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয় । এক মাসেরও বেশি সময় ধরে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল তাদের । পুরোপুরি ফিট হওয়ার পরে চিড়িয়াখানায় স্থানান্তরিত করা হয় । তারপরও দর্শকদের থেকে আড়াল করে আলিপুর চিড়িয়াখানায় তাদের আলাদা খাঁচায় রাখা হয়েছিল । ইতিমধ্যেই চিড়িয়াখানা কর্তৃপক্ষ তাদের বসার এবং খেলার জায়গার জন্য কাঠামো নির্মাণের কাজ শুরু করেছে, যাতে তারা পুরোপুরি স্বাচ্ছন্দ্যে থাকে । হিমালয়ান ব্ল্যাক বিয়ার সাধারণত 12 হাজার ফুট উচ্চতায় বাস করে । কিন্তু, ক্যালোরি সমৃদ্ধ খাবারের জন্য শীতকালে 5000 ফুট নিচে নেমে আসে । গত দুই বছরে বিশেষ করে উত্তরবঙ্গের পাদদেশ ও সমতলভূমিতে এই ভাল্লুকদের পথভ্রষ্ট হওয়ার ঘটনা ঘটেছে ।

ABOUT THE AUTHOR

...view details