কলকাতা, 22 নভেম্বর: শহরে এসে পৌঁছলেন রাজ্যের নবনিযুক্ত রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose) । আগামিকাল অর্থাৎ বুধবার হবে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠান (Swearing in ceremony to take place Wednesday) । যদিও শপথগ্রহণ অনুষ্ঠানের সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি । তবে জানা গিয়েছে, আজ দুপুরে রাজভবনে রাজ্যের মন্ত্রীদের সঙ্গে প্রথমবার বৈঠকে বসবেন সিভি আনন্দ বোস । তারপরেই হয়তো চূড়ান্ত করা হবে আগামিকালের অনুষ্ঠানের সময়সূচি । তাঁকে স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য।
আজ সকাল 9.30 নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছন নবনিযুক্ত রাজ্যপাল । এরপর বিমানবন্দরেই তাঁকে সসম্মানে স্বাগত জানানো হয় ৷ দেওয়া হয় গার্ড অফ অনার । তাঁকে স্বাগত জানান রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম । সঙ্গে ছিলেন অপর মন্ত্রী শশী পাঁজা । এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল ও ডিজি মনোজ মালব্য ।
উল্লেখ্য, এর আগে সিভি আনন্দ বোস মেঘালয় সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত ছিলেন । জগদীপ ধনকড় উপরাষ্ট্রপতি পদের জন্য মনোনীত হওয়ার পর লা গনেশনকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদের বাড়তি দ্বায়িত্ব দেওয়া হয়েছিল । তবে এবার পাকাপাকি ভাবে রাজ্যপাল হিসেবে পদের দ্বায়িত্ব নিতে চলেছেন বোস ।