কলকাতা, 15 ফেব্রুয়ারি: মেট্রো স্টেশনের গায়ে কোথাও লেখা 'নীড় ছোট ক্ষতি নেই'। কোথাও আবার লেখা 'মুছে যাওয়া দিনগুলি...' বাঙালিকে নস্টালজিক করে দিতে এইটুকুই যথেষ্ট। এবার বাঙালির সেই নস্টালজিয়াকে আরও বাড়িয়ে চালু হতে চলেছে হেমন্ত মুখোাধ্যায়ের নামাঙ্কিত মেট্রো স্টেশন। সূত্রের খবর কবি সুভাষ (নিউ গড়িয়া) থেকে হেমন্ত মুখোাধ্যায় (রুবি মোড়) স্টেশন পর্যন্ত কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে যাত্রী পরিষেবা শুরু হয়ে যাবে দ্রুত । সবকিছু ঠিকঠাক এগোলে চলতি মাসের শেষের দিকেই যাত্রী নিয়ে দৌড়বে মেট্রো ৷ ইতিমধ্যে লাইন 6 এর কমিশনার অফ রেলওয়ে সেফটি (Commissioner of Railway Safety, CRS) ছাড়পত্র মিলেছে (New Garia-Ruby Metro Service orange line to start soon) ৷
ইএম বাইপাসের দু'ধারে ছোট-বড় একাধিক হাসপাতাল ৷ তাই এই রুটে যাত্রী পরিষেবা শুরু হয়ে গেলে শহরবাসীর সুবিধে হবে ৷ অরেঞ্জ লাইন একবার শুরু হয়ে গেলে শহরের মানুষের পাশাপাশি শহরতলির মানুষজনও ব্যাপকভাবে উপকৃত হবে ৷ কারণ এই অরেঞ্জ লাইন তৈরি হলে একদিকে ব্লু লাইন যুক্ত হবে, কবি সুভাষের কাছে যেহেতু পূর্ব রেল রয়েছে ৷ তাই বহু মানুষ খুব সহজে হুগলি, উত্তর 24 পারগনা, হাওড়া এবং দক্ষিণ 24 পরগনার এখানে হাসপাতালে চিকিৎসা করাতে আসেন পারবেন ৷
অরেঞ্জ লাইনের এই 5.4 কিমি অংশ চালু হয়ে গেলে কবি সুভাষ মেট্রো স্টেশনে ব্লু লাইন বা নর্থ-সাউথ লাইনটিও এসে যুক্ত হবে ৷ এর ফলে কবি সুভাষ থেকে সোজাসুজি রুবি পর্যন্ত যাওয়া সুবিধেজনক হবে ৷ ঠিক তেমনভাবে রুবি থেকে কেউ যদি মধ্য কলকাতা বা সোজা দক্ষিণেশ্বর যেতে চান, তাঁর পক্ষে হয়তো মেট্রোর থেকে নির্ঝঞ্ঝাট ও দ্রুত পৌঁছনোর বিকল্প হবে না ৷ এর পাশাপাশি শহরের এটি একটি অত্যন্ত গুরত্বপূর্ণ জায়গায, যেখানে একদিকে কসবা ইন্ডাস্ট্রিয়াল স্টেট-সহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান এবং একাধিক ছোটবড় অফিস আছে ৷ তাই স্বাভাবিকভাবে মেট্রোর এই অংশে দিনের বেশিরভাগ সময় যাত্রীর ভিড় থাকবে, তেমনটা মনে করছে মেট্রোরেল কর্তৃপক্ষ ৷ বিশেষত যাঁরা ক্যানিং, ডায়মন্ডহারবার বা নামখানার মতো জায়গা থেকে আসবেন, তাঁরা খুব অল্প সময়ের মধ্যে কবি সুভাষ হয়ে কলকাতা পৌঁছতে পারবেন ৷
আরও পড়ুন: নিউ গড়িয়া-রুবি মোড় সিআরএস পরিদর্শন শেষ, রুটে মেট্রো চালুর অপেক্ষা