কলকাতা, 27 ফেব্রুয়ারি:ফাল্গুন মাস এলেই মনে পড়ে যায় গ্রাম বাংলার মাটির আর ভালোবাসার কথা । তাই ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতে এবং শ্রোতার মনের উপযোগী রসদ দিতে বরেণ্য সাহা ও অনন্যা খ্যাঁদা ভট্টাচার্যের কণ্ঠে মুক্তি পেল নতুন লোকগীতি "একখান পান চাইলাম"। এই গান দু'জন ভালোবাসার মানুষের কথোপকথন । পাশাপাশি মাটির গন্ধ মাখা এই গান শ্রোতাকে মাটির কাছাকাছি নিয়ে যাবে বলে বিশ্বাস শিল্পীদের ।
গানটি পণ্ডিত রামকানাই দাসের লেখা । সুরও দিয়েছেন তিনি। মিক্সিং এবং মাস্টারিং করেছেন সুরজ নাগ, সঙ্গীতায়োজনে দীপেশ চক্রবর্তী । সঙ্গীত শিল্পী ও সুরকার বরেণ্য সাহা বহুদিন ধরেই উজ্জয়িনী মুখোপাধ্যায়, স্নিগ্ধজিৎ, অন্বেষা দত্তগুপ্ত, মেখলা দাশগুপ্তের মতো জনপ্রিয় কণ্ঠশিল্পীর সঙ্গে গান করার পাশাপাশি নিজের অনেক সোলো মিউজিক অ্যালবামেও গাইছেন। কাজ করেছেন জি মিউজিকের সঙ্গেও ।
দীর্ঘদিন ধরে কন্ঠশিল্পী হিসেবে কাজ করতে করতেই বরেণ্যর 'একখান পান চাইলাম' গানটিকে অ্যালবাম হিসেবে প্রকাশ করার ইচ্ছে ছিল । মঞ্চে বহুবার গেয়েওছেন গানটি। তখন মানুষজনের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েই এই গানটি প্রকাশের কথা ভাবেন । এরপর টাইমস মিউজিক বাংলার সঙ্গে যুক্ত হয়ে এই গানটি গাওয়ার সুযোগ আসে । সঙ্গে নেন অনন্যাকেও । অনন্যা-সহ পুরো টিমটাই বেশ উৎসাহিত গান নিয়ে ।
আরও পড়ুন:ফের একসঙ্গে ভাইজান-বাদশা ! সলমনের 'টাইগার 3' ছবির জন্য় শ্যুটিং শুরু করবেন এসআরকে
গানটিতে কাজ করা নিয়ে আরিয়ান বলেন, " শুনলেই গানটার সঙ্গে একাত্ম হওয়া যায় । আর পা যেন নিজে থেকেই দুলে ওঠে । এই কারণেই রাজি হয়েছি । এই মুহূর্তে এটাই আমার সবচেয়ে প্রিয় গান আর অনেক দিন ধরেই আমার মিউজিক লিস্টের একদম উপরের দিকে থাকবে ।"
অনেকটা আরিয়ানের সুরে সুর মেলালেন রিম্পা রায়ও । তাঁর কথায়, "বরেণ্যদা আর অনন্যাদি এত ভালো গেয়েছে গানটা আর এত সুন্দর করে বেঁধেছে যে যখনই শুনছি নেচে ওঠা ছাড়া উপায় থাকছে না ।"