কলকাতা, 10 এপ্রিল: রবিবার ছিল সিপিএমের 23তম পার্টি কংগ্রেসের (CPM Party Congress) শেষ দিন ৷ শেষদিনে 85 জনের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করেছে সিপিএম ৷ এর মধ্যে 84 জন ইতিমধ্যেই নির্বাচিত হয়েছেন, একটি আসন শূন্য রয়েছে । বাংলা থেকে নতুন তিনজন কেন্দ্রীয় কমিটিতে জায়গা করে নিয়েছেন (new faces from Bengal in CPM Central Committee) ৷ এদের মধ্যে রয়েছেন দুই জেলা সম্পাদক ৷ সিপিএমের কেন্দ্রীয় কমিটিতে যাচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সম্পাদক শমীক লাহিড়ি ও নদিয়ার জেলা সম্পাদক সুমিত দে ৷ কেন্দ্রীয় কমিটিতে জায়গা পাওয়ায় এঁদের জেলা সম্পাদকের পদ ছাড়তে হবে । কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেয়েছেন বঙ্গ সিপিএমের অন্যতম লড়াকু মুখ দেবলীনা হেমব্রম ৷
দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে তৃতীয়বারের জন্য নির্বাচিত হয়েছেন সীতারাম ইয়েচুরি ৷ কেন্দ্রীয় কমিটিতে আবার 57 জন নতুন মুখ এনেছে সিপিএম ৷ রয়েছেন 15 জন মহিলা ৷ পশ্চিমবঙ্গ থেকে কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে থাকছেন সূর্যকান্ত মিশ্র, মহম্মদ সেলিম, রামচন্দ্র ডোম, শমীক লাহিড়ি, সুমিত দে, দেবলীনা হেমব্রম । প্রবীণদের বিদায় দিয়ে নবীনদের জায়গা দেওয়ার ফর্মুলা আগেই ঠিক হয়েছিল লাল পার্টির অন্দরে । বয়সের কারণে কেন্দ্রীয় কমিটি থেকে বাদ পড়েছেন বিমান বসু, নৃপেন চৌধুরী, মিনতি ঘোষ, মৃদুল দে । সেইমতো সিপিএমের রাজ্য কমিটিতে রদবদলও হয়েছে । পক্ককেশের কমরেডরা দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে এগিয়ে দিয়েছেন তরুণ প্রজন্মকে । সৃজন ভট্টাচার্য, মীনাক্ষী মুখোপাধ্যায়, ঐশী ঘোষ, দীপ্সিতা ধররা এখন লাল পার্টির শীর্ষস্তরের নতুন সম্পদ । বিমান বসুর জায়গায় পলিটব্যুরোতে এলেন রামচন্দ্র ডোম ।