পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

CPM Party Congress : সিপিএমের কেন্দ্রীয় কমিটিতে কমল বাংলার প্রতিনিধিত্ব, নয়া মুখ শমীক-দেবলীনা-সুমিত - সিপিএমের কেন্দ্রীয় কমিটিতে কমল বাংলার প্রতিনিধিত্ব

বাংলা থেকে এবার সিপিএম কেন্দ্রীয় কমিটিতে (CPM Central Committee) সদস্য সংখ্যা কমেছে ৷ 14 থেকে কমে এই সংখ্যা দাঁড়াল 12 ৷

samik lahiri and debalina hembram
সিপিএমের কেন্দ্রীয় কমিটিতে কমল বাংলার প্রতিনিধিত্ব

By

Published : Apr 10, 2022, 7:53 PM IST

কলকাতা, 10 এপ্রিল: রবিবার ছিল সিপিএমের 23তম পার্টি কংগ্রেসের (CPM Party Congress) শেষ দিন ৷ শেষদিনে 85 জনের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করেছে সিপিএম ৷ এর মধ্যে 84 জন ইতিমধ্যেই নির্বাচিত হয়েছেন, একটি আসন শূন্য রয়েছে । বাংলা থেকে নতুন তিনজন কেন্দ্রীয় কমিটিতে জায়গা করে নিয়েছেন (new faces from Bengal in CPM Central Committee) ৷ এদের মধ্যে রয়েছেন দুই জেলা সম্পাদক ৷ সিপিএমের কেন্দ্রীয় কমিটিতে যাচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সম্পাদক শমীক লাহিড়ি ও নদিয়ার জেলা সম্পাদক সুমিত দে ৷ কেন্দ্রীয় কমিটিতে জায়গা পাওয়ায় এঁদের জেলা সম্পাদকের পদ ছাড়তে হবে । কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেয়েছেন বঙ্গ সিপিএমের অন্যতম লড়াকু মুখ দেবলীনা হেমব্রম ৷

দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে তৃতীয়বারের জন্য নির্বাচিত হয়েছেন সীতারাম ইয়েচুরি ৷ কেন্দ্রীয় কমিটিতে আবার 57 জন নতুন মুখ এনেছে সিপিএম ৷ রয়েছেন 15 জন মহিলা ৷ পশ্চিমবঙ্গ থেকে কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে থাকছেন সূর্যকান্ত মিশ্র, মহম্মদ সেলিম, রামচন্দ্র ডোম, শমীক লাহিড়ি, সুমিত দে, দেবলীনা হেমব্রম । প্রবীণদের বিদায় দিয়ে নবীনদের জায়গা দেওয়ার ফর্মুলা আগেই ঠিক হয়েছিল লাল পার্টির অন্দরে । বয়সের কারণে কেন্দ্রীয় কমিটি থেকে বাদ পড়েছেন বিমান বসু, নৃপেন চৌধুরী, মিনতি ঘোষ, মৃদুল দে । সেইমতো সিপিএমের রাজ্য কমিটিতে রদবদলও হয়েছে । পক্ককেশের কমরেডরা দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে এগিয়ে দিয়েছেন তরুণ প্রজন্মকে । সৃজন ভট্টাচার্য, মীনাক্ষী মুখোপাধ্যায়, ঐশী ঘোষ, দীপ্সিতা ধররা এখন লাল পার্টির শীর্ষস্তরের নতুন সম্পদ । বিমান বসুর জায়গায় পলিটব্যুরোতে এলেন রামচন্দ্র ডোম ।

আরও পড়ুন : তৃতীয়বার সিপিএমের সাধারণ সম্পাদক ইয়েচুরি, পলিটব্যুরো থেকে অব্যাহতি বিমানকে

সিপিএম কেন্দ্রীয় কমিটিতে পশ্চিমবঙ্গ থেকে সদস্য সংখ্যা কমেছে । আগে বাংলা থেকে কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন 14 জন । এবার সেই সংখ্যা কমে দাঁড়াল 12 জন । কেরল, তেলেঙ্গানা ও তামিলনাড়ু থেকে বাড়ানো হল কেন্দ্রীয় কমিটির সদস্য সংখ্যা । ফলে দক্ষিণের দাপট বাড়ল সিপিএমের কেন্দ্রীয় কমিটিতে । বিমান বসুর পাশাপাশি পলিটব্যুরো থেকে বাদ পড়েছেন কৃষক নেতা হান্নান মোল্লাও । তাঁর জায়গায় ঢুকলেন অশোক ধাওয়ালে । রবিবার কেরলের কান্নুরে পার্টি কংগ্রেসের শেষদিন নতুন সদস্যদের নাম ঘোষণা করা হয় ।

দেশব্যাপী বিজেপি বিরোধী লড়াই গড়ে তোলার শপথ নিয়ে কান্নুরে সিপিএমের 23তম পার্টি কংগ্রেস শেষ হয়েছে । দেশের রাজনৈতিক ক্ষমতা কুক্ষিগত করতে চাইছে কেন্দ্র, তার বিরোধিতা করতে বিজেপি বিরোধী গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ দলগুলিকে জোটবদ্ধ হওয়ার ডাক দেওয়া হয়েছে সিপিএমের তরফে । তবে বিজেপি বিরোধী এই লড়াইয়ে তাঁরা যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে মঞ্চ শেয়ার করতে রাজি নন, তা বুঝিয়ে দিয়েছেন সিপিএমের পলিটব্যুরো সদস্য প্রকাশ কারাত ৷ তিনি জানিয়েছেন, তৃণমূলকে গণতান্ত্রিক দল বলে মনেই করে না সিপিএম, তাই তাদের সঙ্গে হাত মেলানোর প্রশ্নই নেই ৷ পশ্চিমবঙ্গে বিজেপি এবং তৃণমূল বিরোধী জোটকে একত্রিত করে লড়াইয়ের কথাও বলছে সিপিএম নেতৃত্ব ৷ জাতীয়স্তরে কংগ্রেস শক্তি হারিয়ে ব্যাকফুটে থাকলেও বিজেপি বিরোধী জোটে তারা স্বাগত বলে জানিয়েছেন কারাট ।

ABOUT THE AUTHOR

...view details