কলকাতা, 3 জুলাই: এবার শোভাবাজার-সুতানুটী মেট্রো স্টেশনে বসানো হল নতুন এস্কালেটর (Shovabazar-Sutanuti Metro Station) । পুরনো চলমান সিঁড়ি সরিয়ে তার জায়গায় বসানো হল আন্তর্জাতিক মানের ও অনেক বেশি নিরাপদ চলমান সিঁড়ি । ইস্ট-ওয়েস্ট মেট্রোর পাশাপাশি নর্থ-সাউথ মেট্রো স্টেশনগুলিকেও আকর্ষণীয় ও যাত্রী-বান্ধব করে তুলতে ধাপে ধাপে পদক্ষেপ করছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ । সেই উদ্যোগের অঙ্গ হিসেবে এবার শোভাবাজার-সুতানুটী মেট্রো স্টেশন চত্বরে বসা নয়া চলমান সিঁড়িটি অনেক বেশি সুরক্ষিত বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ । ম্যাজেনাইন ফ্লোর থেকে সারফেস ফ্লোর পর্যন্ত এই সিঁড়ি পরিষেবা দেবে ।
যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে মেট্রোরেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিল, প্রথমদিকের অর্থাৎ 30 বছর বা তার চেয়ে পুরনো এস্কালেটরগুলিকে বদলে তার পরিবর্তে নতুন এস্কালেটর বসানো হবে । তারই অঙ্গ হিসেবে বিভিন্ন স্টেশনে গত কয়েক বছরে বসেছে নতুন ঝাঁ-চকচকে এইসব এস্কালেটর । এস্কালেটরগুলি তৈরি করেছে ওটিস নামক সংস্থা ।