কলকাতা, 3 জানুয়ারি:বেলেঘাটা আইডি হাসপাতালে আবারও করোনার থাবা। কোভিডে আক্রান্ত হয়ে আইডি হাসপাতালে ভরতি আরও একজন । জানা গিয়েছে, তিনি দক্ষিণ কলকাতার বাসিন্দা ৷ মধ্যবয়সি ওই মহিলাকে বর্তমানে অক্সিজেন দেওয়া হচ্ছে । পাশাপাশি সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়েছে । এই নিয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে পাঁচ জন কোভিড রোগীর চিকিৎসা চলছে । অন্যদিকে, হাসপাতালে ভরতি বারাসতের বাসিন্দাকে বর্তমানে ছেড়ে দেওয়া হয়েছে ৷ তাঁকে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা । তবে দেশে কোভিড সংক্রমণ বাড়লেও স্বস্তি মিলেছে সুস্থতার হারে ।
কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক সূত্রে খবর, বাংলায় করোনা ভাইরাসে আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 81 ৷ গত 24 ঘণ্টায় নতুন করে রাজ্যে কোভিড আক্রান্ত হয়েছেন 8 জন। মঙ্গলবার রাতে আক্রান্তের সংখ্যা ছিল 73 । তবে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে বলেই জানাচ্ছে স্বাস্থ্য দফতর । সম্পূর্ণ বিষয়টাই তারা নজরে রাখছেন বলেই দাবি স্বাস্থ্য ভবনের । যদিও এই পরিস্থিতিতে কোভিড মোকাবিলায় পুরনো গাইডলাইন মেনে চলার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য সচিব ।
তবে চিকিৎসকদের মতে, বর্তমানে ফের কোভিডে আক্রান্তের সংখ্যা বাড়লেও টিকাকরণ হওয়ায় মানুষ পরিস্থিতির সঙ্গে অনেকটাই ধাতস্থ হয়েছে । তার ফলে ভয় অনেকটা কমেছে । কিন্তু এখন প্রধান লক্ষ্য হল, কোভিডের নতুন সাব ভেরিয়েন্ট জেএন 1 । এই দিকটা নজরে রাখতে হবে । যদিও এখনও পর্যন্ত রাজ্যে জেএন 1 সাব-ভেরিয়েন্টের হদিশ মেলেনি । তবে কোভিড আক্রান্ত সমস্ত ব্যক্তির নমুনা সংগ্রহ করে জেএন 1 সাব-ভেরিয়েন্টের পরীক্ষা করা হচ্ছে ।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মঙ্গলবারের তথ্য অনুযায়ী, জেএন 1 সাব ভেরিয়েন্টে দেশের 11টা রাজ্যে 511 জন সক্রিয় রোগী রয়েছে ৷ কর্ণাাটকে সবচেয়ে বেশি 199 জন রোগীর খোঁজ মিলেছে ৷ কেরলে 148, গোয়ায় 47, গুজরাতে 36, মহারাষ্ট্রে 32, তামিলনাড়ুতে 26, দিল্লিতে 15, রাজস্থানে 4, তেলেঙ্গানায় 2, ওড়িশা. 1, হরিয়ানায় একজন জেএন 1 সাব-ভেরিয়েন্টে আক্রান্ত হয়েছেন ৷
আরও পড়ুন:
- ফের দেশে তেজি কোভিড গ্রাফ, নতুন করে আক্রান্ত 743; মৃত 7
- কোভিড টিকার প্রভাবে কি বাড়ছে হৃদরোগে মৃত্যু? বিশেষজ্ঞের মত জানুন
- ফের রাজ্যে করোনার চোখ রাঙানি, নতুন করে আক্রান্ত 5; চিকিৎসা পরিকাঠামো খতিয়ে দেখতে পরিদর্শনে স্বাস্থ্য দফতর