কলকাতা, 28 নভেম্বর : লাল ফিতের গেরো কাটাতেই এবার পুর আধিকারিকদের নিয়ে কমিটি গঠন করলেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম । কলকাতা পৌরনিগমের বহু উন্নয়ন মূলক কাজ ফাইলের জটিলতায় আটকে রয়েছে । এর ফলে কলকাতা পৌরনিগমের কোনও উন্নয়নমূলক কাজ করতে গিয়ে টেন্ডারিং প্রসেস বিলম্বিত হয় । তাই ফাইল জটিলতা কাটিয়ে এনে টেন্ডারিং প্রসেসকে দ্রুত করার জন্যই এদিন পৌর-আধিকারিকদের নিয়ে একটি কমিটি গঠন করার কথা জানিয়েছেন কলকাতা পৌর নিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ।
জটিলতা কাটাতে পৌর-আধিকারিকদের নিয়ে নতুন কমিটি - কেএমসি
নতুন কমিটির কাজ হবে ফাইলের জটিলতা কাটিয়ে কাজের সরলীকরণ করা । আধিকারিকদের টেবিলে ফাইলের স্তুপ না করে যতটা সম্ভব অনলাইনের মাধ্যমে কাজ করার পরামর্শ দিয়েছেন মুখ্য প্রশাসক ।
এই কমিটির কাজ হবে ফাইলের জটিলতা কাটিয়ে কাজের সরলীকরণ করা । আধিকারিকদের টেবিলে ফাইলের স্তুপ না করে যতটা সম্ভব অনলাইনের মাধ্যমে কাজ করার পরামর্শ দিয়েছেন মুখ্য প্রশাসক ।
পৌরনিগমের আর্থিক লেনদেনগুলো অনলাইনে চালুর প্রস্তাব দিয়েছেন তিনি । কলকাতা পৌর নিগমের মুখ্য প্রশাসক বলেন, অনলাইনের মাধ্যমে এই কাজগুলি হলে অনেক বেশি স্বচ্ছতা আসবে । বিভিন্ন আধিকারিকদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে । কলকাতা পৌর নিগমের নতুন টেন্ডারগুলি এবার থেকে অনলাইনের মাধ্যমে হবে । এবং আগে যেসব কাজে ত্রুটির রয়েছে সেগুলিও অনলাইনের মাধ্যমে ঠিক করতে নির্দেশ দিয়েছেন তিনি ।