কলকাতা, 20 এপ্রিল : ক্রমশ আকাশ ঊর্ধ্বমুখী রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৷ মঙ্গলবার সকাল ন'টা পর্যন্ত স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী রাজ্যে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা 6 লক্ষ 78 হাজার 172 জন ৷ শুনলে চোখ কপালে উঠবে, মাত্র একদিনে রাজ্যে কোভিড আক্রান্ত হয়েছেন 9 হাজার 819 জন ৷ এদিন পর্যন্ত কোভিডে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 10 হাজার 652 জন ৷ গোটা দেশে মঙ্গলবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 2 লক্ষ 59 হাজার 170 ৷ শতাংশের হিসাবে যা 1.7 ৷
করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় দেশের বিভিন্ন জায়গায় লকডাউন ঘোষণা হয়েছে ৷ মহারাষ্ট্র-রাজস্থান-দিল্লির মতো জায়গা থেকে কাজ ছেড়ে এ রাজ্যের পরিযায়ী শ্রমিকরা পালিয়ে আসতে বাধ্য হচ্ছেন ৷ আক্রান্তের সংখ্যা যত বাড়ছে ততই মানুষের মধ্যে ভ্যাকসিন নেওয়ার তাড়া বাড়ছে ৷ এই পরিস্থিতিতে গত 24 ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন হাসপাতালে ভ্যাকসিন নেওয়ার লাইনে বিশৃঙ্খলা তৈরি হয়েছে ৷ অভিযোগ উঠেছে অনিয়ম, কারচুপির ৷ অনেক হাসপাতালে আবার ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ ৷