কলকাতা, 27 জুন: এবার রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর বিরুদ্ধে আইনি পথে এগোতে চলেছে কলকাতা পুলিশ । কলকাতা পুলিশ সূত্রের খবর, 2014 সালে ইপিএফ দফতরে রোজভ্যালির বিরুদ্ধে একটি আর্থিক তছরুপের অভিযোগ জমা পড়ে । সংশ্লিষ্ট অভিযোগে জানানো হয়, সংস্থার কর্ণধার গৌতম কুণ্ডু 14 লক্ষ টাকার পিএফ জমা দেননি । অথচ সংশ্লিষ্ট কোম্পানির কর্মীদের বেতন থেকে প্রতি মাসেই কাটা হয়েছে টাকা । এবার সেই ঘটনার তদন্তে নেমেছে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের তদন্তকারীরা ।
বর্তমানে সংশোধনাগারে রয়েছেন গৌতম কুণ্ডু । চিটফান্ড মামলায় রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডুকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় এজেন্সি । সেক্ষেত্রে সংশোধনাগারে গিয়ে গৌতম কুণ্ডুকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চালানোর জন্য আদালতের অনুমতি নিয়ে কিছুদিন আগেই নাকি তাঁকে সংশোধনাগারে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের গোয়েন্দারা ।
আরও পড়ুন : সারদা-রোজভ্যালি কাণ্ডে জামিন মঞ্জুর সুদীপ্ত সেন এবং গৌতম কুণ্ডুর