পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Gautam Kundu: গৌতম কুন্ডুর বিরুদ্ধে নতুন মামলা শুরু কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের - গৌতম কুন্ডুর বিরুদ্ধে নতুন মামলা কলকাতা পুলিশের

রোজভ্যালি কর্তার বিরুদ্ধে ফের নতুন মামলা ৷ তিনি নাকি 14 লক্ষ টাকার পিএফ জমা দেননি । এবার সেই ঘটনার তদন্তে নামল কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ৷

Etv Bharat
রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডু

By

Published : Jun 27, 2023, 10:54 PM IST

কলকাতা, 27 জুন: এবার রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর বিরুদ্ধে আইনি পথে এগোতে চলেছে কলকাতা পুলিশ । কলকাতা পুলিশ সূত্রের খবর, 2014 সালে ইপিএফ দফতরে রোজভ্যালির বিরুদ্ধে একটি আর্থিক তছরুপের অভিযোগ জমা পড়ে । সংশ্লিষ্ট অভিযোগে জানানো হয়, সংস্থার কর্ণধার গৌতম কুণ্ডু 14 লক্ষ টাকার পিএফ জমা দেননি । অথচ সংশ্লিষ্ট কোম্পানির কর্মীদের বেতন থেকে প্রতি মাসেই কাটা হয়েছে টাকা । এবার সেই ঘটনার তদন্তে নেমেছে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের তদন্তকারীরা ।

বর্তমানে সংশোধনাগারে রয়েছেন গৌতম কুণ্ডু । চিটফান্ড মামলায় রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডুকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় এজেন্সি । সেক্ষেত্রে সংশোধনাগারে গিয়ে গৌতম কুণ্ডুকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চালানোর জন্য আদালতের অনুমতি নিয়ে কিছুদিন আগেই নাকি তাঁকে সংশোধনাগারে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের গোয়েন্দারা ।

আরও পড়ুন : সারদা-রোজভ্যালি কাণ্ডে জামিন মঞ্জুর সুদীপ্ত সেন এবং গৌতম কুণ্ডুর

লালবাজার সূত্রের খবর, সেক্ষেত্রে গৌতম কুণ্ডু তদন্তকারীদের জানিয়েছেন যে এই বিষয়ে তিনি কোনও তথ্য জানেন না । কোম্পানির কর্মীদের পিএফ দেখাশোনার দায়িত্বে অন্যান্য আধিকারিকরা ছিলেন ফলে তারাই বলতে পারবেন গোটা ঘটনাটি কী হয়েছিল । তবে তদন্তকারীদের কাছে তিনি গোটা টাকা ফেরত দেওয়ার কথাও জানিয়েছেন বলে সূত্রের খবর ।

এছাড়াও রোজভ্যালির অন্যান্য ডিরেক্টর পদের আধিকারিকদেরকেও ইতিমধ্যেই একে একে ডেকে পাঠাচ্ছে কলকাতা পুলিশ । এই বিষয়ে কলকাতা পুলিশের বক্তব্য এইভাবে টাকা ফেরত দেওয়া সম্ভব নয় ৷ আগে গোটা বিষয়টা আদালতে জানাতে হবে ৷ তারপর আদালতের তরফ থেকে যেভাবে বলা হবে তদন্তে গতি ঠিক সেইভাবেই এগোবে বলে জানা গিয়েছে । রোজভ্যালি চিটফাণ্ডের মামলায় গৌতম কুণ্ডুকে গ্রেফতার করে সিবিআই । বেশ কয়েক বছর এই ঘটনায় গৌতম কুন্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডুকেও গ্রেফতার করে সিবিআই ।

আরও পড়ুন : রোজভ্যালি-কাণ্ডে আমানতকারীদের টাকা ফেরানোর দাবিতে এবার শাহকে চিঠি

ABOUT THE AUTHOR

...view details