পশ্চিমবঙ্গ

west bengal

বেহালায় ভুল চিকিৎসায় শিশু মৃত্যু, কাঠগড়ায় নার্সিংহোম

শিশুর বাবা সন্দীপ অধিকারী জানান, প্রসবের পর শিশু সুস্থই ছিল ৷ কিন্তু সন্ধ্যেবেলায় নার্সিংহোমের তরফ থেকে শিশুটিকে একটি ইনজেকশন দেওয়া হয় ৷ তারপর আজ সকালে শিশুর পরিবারকে খবর দেওয়া হয়, শিশুটি মারা গিয়েছে ৷

By

Published : May 31, 2021, 10:09 PM IST

Published : May 31, 2021, 10:09 PM IST

বেহালায় ভুল চিকিৎসায় শিশু মৃত্যু
বেহালায় ভুল চিকিৎসায় শিশু মৃত্যু

বেহালা, 31 মে : সদ্যোজাতর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল বেহালায় । শিশুর পরিবারের তরফ থেকে বেহালা থানায় জেনারেল ডায়েরি করা হয়েছে ৷
বেহালার একটি নার্সিংহোমে রবিবার ওই শিশুর জন্ম হয় । শিশুর বাবা সন্দীপ অধিকারী জানান, প্রসবের পর শিশু সুস্থই ছিল ৷ কিন্তু সন্ধ্যেবেলায় নার্সিংহোমের তরফ থেকে শিশুটিকে একটি ইনজেকশন দেওয়া হয় ৷ তারপরই অসুস্থ হয়ে পড়ে সদ্যোজাত ৷ আজ অর্থাৎ সোমবার সকালে শিশুর পরিবারকে খবর দেওয়া হয়, শিশুটি মারা গিয়েছে ৷ এরপরই নার্সিংহোমের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকজন ৷ পরিবারের অভিযোগ, চিকিৎসকের ভুল ইনজেকশনেই মৃত্যু হয়েছে শিশুটির ৷

মৃত শিশুর বাবার বক্তব্য

আরও পডু়ন : তিন সন্তান নীতি চালুর ভাবনায় চিনা কমিউনিস্ট পার্টি

এরপর মৃত সদ্যোজাতের পরিবারের তরফে বেহালা থানায় অভিযোগ করতে এলে, বেহালা থানা কোনও লিখিত অভিযোগ না নিয়ে একটি জেনারেল ডাইরি করে তাঁদের ছেড়ে দেয় ৷

ABOUT THE AUTHOR

...view details