পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

JU Student Death: অ্যান্টি র‍্যাগিংয়ের স্কোয়াড তৈরির কথা ভাবছে যাদবপুর, বৈঠকে নয়া উপাচার্য - যাদবপুরে ছাত্র মৃত্যু

যাদপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র নিরাপত্তা ও ব়্যাগিং বন্ধের বিষয়টিতে যোগ দিচ্ছেন নয়া উপাচার্য বুদ্ধদেব সাউ ৷ ছাত্র নির্বাচন ও সিসিটিভি বসানো নিয়েও মুখ খুলেছেন তিনি ৷

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 21, 2023, 9:58 PM IST

Updated : Aug 22, 2023, 7:10 AM IST

নয়া উপাচার্য বুদ্ধদেব সাউয়ের বক্তব্য

কলকাতা, 21 অগস্ট:যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলের নিরাপত্তার পাশাপাশি কীভাবে ব়্যাগিং আটকানো যায় তা নিয়ে সোমবার বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে অ্যান্টি র‍্যাগিং কমিটির একটি বৈঠক ৷ এই বৈঠকে উপস্থিত ছিলেন যাদবপুরের নয়া অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ ৷ অ্যান্টি র‍্যাগিংয়ের স্কোয়াড নিয়েও বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই বৈঠকে । অ্যান্টি ব়্যাগিং স্কোয়াডকে পুনর্গঠন করা হবে বলেই জানান উপাচার্য । তিনি বলেন," স্কোয়াডের সদস্যরা যদি অনেক দূরে থাকেন তাহলে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই আসতে পারবেন না । তাই 2 থেকে 5 কিলোমিটারের মধ্যে যারা থাকেন তাঁদের রাখা হলেই সব থেকে ভালো হয় । সেই সব দিক বিবেচনা করেই নতুন এই স্কোয়াড তৈরি করা হবে ।" এছাড়াও ইউজিসির নিয়ম মেনে অ্যান্টি র‍্যাগিং কমিটিতে যাতে সামাজিক বিভিন্ন দিক উঠে আসে তাই বেশ কিছু এনজিও-এর সঙ্গেও যোগাযোগ করছেন তাঁরা ।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সিসিটিভি বসানো নিয়ে এদিন ভিন্ন সুর শোনা গেল যাদবপুরের নয়া অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউয়ের গলায় ৷ দায়িত্ব পাওয়ার পর রবিবার তাঁকে বলতে শোনা গিয়েছিল, "সিসিটিভি কোনও ম্যাজিক শব্দ বলে মনে হচ্ছে ।" কিন্ত এর 24 ঘণ্টার মধ্যে অবস্থান কিছুটা বদলে সিসিটিভিতেই সায় দিলেন নতুন উপাচার্য ৷ সোমবার অ্যান্টি র‍্যাগিং কমিটির একটি বৈঠক হয় বিশ্ববিদ্যালয়ে । সেখানে হস্টেল নিয়ে একাধিক নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে । ওই বৈঠকের পর উপাচার্য জানান,"সিসিটিভি এমনিতেই বেশকিছু বিভাগে আছে । বাকি যে বিভাগগুলি রয়েছে সেখানেও সিসিটিভি লাগানো হচ্ছে । এটার সিদ্ধান্ত হয়েছিল । কিন্তু সেটা ধীর গতিতে থাকলেও বর্তমানে দ্রুত গতিতে করা হচ্ছে ।"

হস্টেলের গেটগুলিতে সিসিটিভি লাগানো হবে বলেও আশ্বাস দেন তিনি । তবে হস্টেলের করিডরে এখনই ক্যামেরা লাগানো হবে কিনা তা নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে তিনি জানান । এর পাশাপাশি, এবার ছাত্র সংসদ নির্বাচনের কথাও শোনা গেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের মুখে । সোমবার দুপুর অ্যান্টি র‍্যাগিং কমিটির বৈঠকের পর উপাচার্য বুদ্ধদেব সাউ বলেন,"রাজ্য সরকার কোনও কারণবশত নির্বাচনকে বেশ কিছুদিনের বন্ধ রেখেছে । তবে তা যাতে এবার করে দেওয়া হয় সেই অনুরোধ আমরা রাজ্য সরকারকে করছি ।" বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়েছে ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র নির্বাচন শেষবার হয়েছিল 2020 সালের ফেব্রুয়ারি মাসে ।

আরও পড়ুন: যাদবপুরের হস্টেলে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের, ডামি পুতুল নিয়ে গিয়ে তদন্ত

সেই সময় আর্টস বিভাগে জয়ী হয় এসএফআই, সায়েন্স বিভাগে জেতে ওই দ্য ইন্ডিপেন্ডেন্ট বা WTI এবং ইঞ্জিনিয়ারিং বিভাগে জয়ী হয়েছিল ডিএসএফ । তবে দীর্ঘদিন ধরে নির্বাচন না হওয়ার কারণে ওই পদগুলিতে পুরনো ছাত্র নেতারাই রয়ে গিয়েছেন ৷ আগেও পড়ুয়ারা দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের আবেদন জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ৷ তবে কোনও সদুত্তর পাওয়া যায়নি । অ্যান্টি র‍্যাগিং কমিটির মধ্যে যেহেতু ছাত্র সংগঠনের প্রতিনিধিরা থাকে তাই সোমবারের বৈঠকে এই বিষয়ে কথা হয়েছে । উপাচার্য জানান, ছাত্ররা নিজেদের মধ্যে বেশকিছু বদল করে নিয়েছে । তবে সরকার ও বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনে ছাত্র সংগঠন গুলি তৈরি করতে হবে ।

হস্টেলের নিরাপত্তা প্রসঙ্গে উপাচার্য জানান, নিরাপত্তার জন্যই সিসিটিভি বসানো ছাড়াও আবাসিকদের একটি আইডি কার্ড দেওয়া হবে । সেই কার্ড দেখিয়েই হস্টেলে প্রবেশ করতে পারবে পড়ুয়ারা । তবে যতদিন না ওই কার্ড দেওয়া হচ্ছে ততদিন একটা লক বুক থাকবে । সেখানে প্রবেশ ও ঢোকা এবং বেড়োনোর সময় লিখে যেতে হবে । তবে আইডি দেওয়া হয়ে গেলে তা দেখিয়ে ঢুকতে হবে । যারা দেখাতে পারবে না তাঁদের ওই লক বুকে নিজেরদের পরিচয় লিখে ঢুকতে হবে । তবে সেক্ষেত্রেও বেশ কিছু নিয়মাবলী থাকবে । কারণ উপাচার্যের কথায়, "সবাইকে তো আর ঢুকতে দেওয়া যাবে না ।"

আরও পড়ুন:'যাদবপুরের ছাত্রকে মেরে ফেলল বামপন্থীরা', নেতাজি ইনডোরে তোপ মমতার

এদিন বিশ্ববিদ্যায় ক্যাম্পাসের বিভিন্ন হোস্টেল পরিদর্শন করে দেখেন নয়া উপাচার্য এবং কোন কোন হোস্টেলে কতগুলি জায়গা ফাঁকা রয়েছে সেগুলিও তাঁকে লিখিত জমা দিতে হবে বলে তিনি জানান, সেই বুঝে পরবর্তীতে ছাত্রদেরকে সেই হোস্টেলে স্থানান্তরিত করা হবে ৷ বিশ্ববিদ্যালয় চত্বরে জঙ্গল পরিষ্কারের নির্দেশও দেন তিনি ৷

Last Updated : Aug 22, 2023, 7:10 AM IST

ABOUT THE AUTHOR

...view details