পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে বিষক্রিয়াতেই মৃত্যু গুড্ডনের - কলকাতা

ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে, ইঁদুর মারার বিষ খেয়ে মৃত্যু হয়েছে গুড্ডনের । পুলিশি তদন্ত জানা গেছে, মাস সাতেক আগে বিয়ে ঠিক হয়েছিল গুড্ডনের । কিন্তু কোনও কারণে সেই  বিয়ে ভেঙে যায় । তারপরেই না কি দুজনে আত্মহত্যার সিদ্ধান্ত নেন ।

New alipore case
প্রতীকী ছবি

By

Published : Jan 8, 2020, 4:49 AM IST

কলকাতা, 8 জানুয়ারি: বিষক্রিয়াতেই মৃত্যু হয়েছে নিউ আলিপুরের যুবতির । ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে সেটাই । রিপোর্ট বলছে, শরীরে কোনও আঘাতের চিহ্ন ছিল না । কোন লিগেচার মার্কও নেই । অর্থাৎ গলায় কোনও ফাঁসের দাগ নেই । কিন্তু তাতেও কাটেনি রহস্যের জট । যুবতির মায়ের ভূমিকা নিয়ে রহস্য রয়েই গেছে ।


29 ডিসেম্বর কাটিহার যাচ্ছিলেন নিউ আলিপুরের বাসিন্দা নিলম ধানানি(50) । হাওড়া স্টেশনে তিনি অসুস্থ বোধ করেন । স্টেশন কর্তৃপক্ষ তাঁকে ভরতি করে হাওড়া স্টেট জেনেরাল হাসপাতালে । গতকাল নিলম তাঁর দাদা বিজয়কে ফোন করে জানান, মেয়ে গুড্ডন ওরফে কাভি (26) আত্মহত্যা করেছে । বাড়িতেই আছে দেহ । তারপর নিউ আলিপুর থানার খবর দেন গুড্ডনের মামা ৷ এরপর 9বি সাহাপুর রোডের একটি বহুতল থেকে গুড্ডনের দেহ উদ্ধার করে নিউ আলিপুর থানার পুলিশ ৷ পুলিশ সূত্রে খবর, দেহটি খাটের উপর ছিল । পরনে ছিল পরিষ্কার জামাকাপড় । তবে দেহটিতে পচন ধরতে শুরু করেছিল । ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল দড়ির ফাঁস । ঘর থেকে উদ্ধার হয় একটি সুইসাইড নোট । সেটি গুড্ডনের মা নিলমের লেখা । সুইসাইড নোটে মেয়ের বিয়ে ভেঙে যাওয়াকে আত্মহত্যার কারণ হিসেবে জানিয়েছেন তিনি ।


ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে, ইঁদুর মারার বিষ খেয়ে মৃত্যু হয়েছে গুড্ডনের । পুলিশি তদন্ত জানা গেছে, মাস সাতেক আগে বিয়ে ঠিক হয়েছিল গুড্ডনের । কিন্তু কোনও কারণে সেই বিয়ে ভেঙে যায় । তারপরেই না কি দুজনে আত্মহত্যার সিদ্ধান্ত নেন ।

এই সংক্রান্ত আরও পড়ুন :নিউ আলিপুরে উদ্ধার যুবতির পচাগলা দেহ, মায়ের ভূমিকায় রহস্যের গন্ধ !

যদিও প্রশ্ন উঠেছে, মা-মেয়ে দুজনে একসঙ্গে আত্মহত্যার সিদ্ধান্ত নিলে নিলম কেন হাওড়া স্টেশনে গেলেন ? তিনি পুলিশকে ঘটনার কথা জানালেন না কেন ? হাওড়া স্টেশনে তিনি অসুস্থ না হয়ে পড়লে তাঁর কাটিহার যাওয়ার কথা ছিল । তাহলে কি মেয়ের মৃতদেহ ফেলে রেখে পালিয়ে যাচ্ছিলেন ?

ময়নাতদন্তের রিপোর্ট বলছে, প্রায় 10 দিন আগে মৃত্যু হয়েছে গুড্ডনের । অর্থাৎ মৃত্যু হয়েছে 28 ডিসেম্বর নাগাদ । তবে কি মেয়ের মৃত্যুর পর টানা 24 ঘণ্টা দেহ আগলে বসেছিলেন নিলম ? অনেকের মতে বিষয়টি ফের রবিনসন স্ট্রিটের ঘটনার কথাই মনে করিয়ে দিচ্ছে ।

হাওড়া হাসপাতাল সূত্রে খবর নিলম সেরিব্রাল অ্যাটাক হয়েছিল নিলমের । কিডনিরও সমস্যা আছে তাঁর । ফলে তার কাছ থেকে বেশি তথ্য পাওয়া সম্ভব হচ্ছে না । জেরাও করা যাচ্ছে না । ফলে তদন্তে বেগ পেতে হচ্ছে পুলিশকে । বেশকিছু মিসিং লিঙ্ক থাকলেও আপাতত অপেক্ষা করতে হচ্ছে লালবাজারকে ।

ABOUT THE AUTHOR

...view details