কলকাতা, 3 নভেম্বর: সরকারি হাসপাতালের কোনও চিকিৎসক বেসরকারি হাসপাতালে কতটা সময় দিচ্ছেন তা জানতে নয়া উদ্যোগ নিল স্বাস্থ্য ভবন । এমনিতেই এই কারণে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে নো অবজেকশন সার্টিফিকেট রাখা বাধ্যতামূলক । এবার নতুন নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর (Health Department) । সিদ্ধান্ত হয়েছে সরকারি হাসপাতাল ছেড়ে চিকিৎসকরা বেসরকারি হাসপাতালে ঠিক কতক্ষণ সময় দিচ্ছেন, তার সমস্ত রিপোর্ট দিতে হবে স্বাস্থ্যভবনে (Swasthya Bhawan) ।
চিকিৎসকের নাম, সরকারি হাসপাতালে সংশ্লিষ্ট ওই চিকিৎসকের পদমর্যাদা ও বেসরকারি হাসপাতালে তিনি কতক্ষণ সময় দিচ্ছেন, সেই সব তথ্যই বিস্তারিতভাবে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে । এই নির্দেশ না মানা হলে তবে ওয়েস্ট বেঙ্গল ক্লিনিকক্যাল এস্টাব্লিশমেন্ট অ্যাক্ট 2017 মেনে আইনি ব্যবস্থা নেওয়া হবে । এই সংক্রান্ত বিষয়ে বেসরকারি হাসপাতালের জন্য স্বাস্থ্য দফতরের তরফে জারি করা হয়েছে নির্দেশিকা (New advisory for govt hospital doctors) ।