পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কখনও বলিনি প্রধানমন্ত্রীকে সরানো উচিত : মমতা - BJP কে কটাক্ষ মমতার

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আজ হরিশ পার্কে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় । সেখানেই উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বর্তমান পরিস্থিতি নিয়ে বিরোধীদের সমালোচনাকে কটাক্ষ করেন তিনি ।

ছবি
ছবি

By

Published : Jun 5, 2020, 8:46 PM IST

কলকাতা, 5 জুন : রাজ্যের কোরোনা পরিস্থিতি ও আমফান পরবর্তী পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা । রাজ্যের BJP নেতৃত্ব মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও তুলেছে । এনিয়ে আজ হরিশ পার্কে বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানে বিরোধীদের কটাক্ষ করলেন মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর বক্তব্য, "এখন রাজনীতি করার সময় নয় । কিছু রাজনৈতিক দল আমাদের সরিয়ে দেওয়ার কথা বলছে । কিন্তু আমি কখনও বলিনি যে, কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরিয়ে দেওয়া উচিত ।"

কোরোনার সংক্রমণ নিয়ে তথ্য গোপন, রেশন বণ্টন, আমফান পরবর্তী পরিস্থিতি মোকাবিলা সহ একাধিক ইশুতে সরব হয়েছে বিরোধীরা । BJP-র অভিযোগ ত্রাণ বিলির ক্ষেত্রে শাসক দলের লোকজনই প্রাধান্য পাচ্ছে । এমনকী কেন্দ্রের তরফে যে অর্থ বরাদ্দ করা হয়েছে তারও যথাযথ ব্যবহার হচ্ছে না । কোরোনা পরিস্থিতিতে রাজ্যের ভূমিকাকে কটাক্ষ করে দিন কয়েক আগেই স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে মুখ্যমন্ত্রীর ইস্তফা চান বাম-কংগ্রেস জোট । আজ এই সমস্ত ইশুতেই সরব হন মুখ্যমন্ত্রী । হরিশ পার্কের অনুষ্ঠানে বিরোধীদের এই ভূমিকাকে কটাক্ষ করে তিনি বলেন, "খুব খারাপ লাগছে । এই মুহূর্তে রাজ্যে কোরোনা ও আমফান উভয় পরিস্থিতির সঙ্গে লড়ছি আমরা । মানুষের জীবন বাঁচানোর জন্য কাজ করে চলেছি । এর মাঝেই কিছু রাজনৈতিক দল আমাদের সরানোর কথা বলছে । কিন্তু আমি কখনও বলিনি যে কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরিয়ে দেওয়া উচিত ।" তিনি আরও বলেন, "এটা কি রাজনীতি করার সময় ? তিনমাস আগে এরা কোথায় ছিল ? আমরা পথে নেমে কাজ করছি । মনে রাখবেন কোরোনা ও সমস্ত ষড়যন্ত্রকে হারিয়ে বাংলা জিতবে ।"

হরিশ পার্কে বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

দিন কয়েক আগে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, আমফান ঘূর্ণিঝড়ের জেরে প্রায় এক লাখ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । এনিয়ে কটাক্ষ করেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । বলেন, "বিপর্যয়ের নামে অর্থ লোটার রণকৌশল । আগে CPI(M)-এর এই রোগ ছিল । এখন তৃণমূলের কংগ্রেসের মধ্যে তা ছড়িয়েছে ।" এর পরিপ্রেক্ষিতে BJP-কে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি রাজ্যে ত্রাণ ও আর্থিক সাহায্যের খতিয়ানও তুলে ধরেন তিনি । বলেন, "ইতিমধ্যেই 25 লাখ ক্ষতিগ্রস্ত কৃষককে সাহায্য করা হয়েছে । পাশাপাশি গৃহহীন পাঁচ লাখ পরিবারকেও ত্রাণ দেওয়া হয়েছে ।"

ABOUT THE AUTHOR

...view details