মমতার স্লিপ অফ টাং-এ ট্রোলের বন্যা সোশালে হায়দরাবাদ, 24 অগস্ট: চন্দ্রযান 3-এর ইতিহাস সৃষ্টির দিনে সোশাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে ইসরোর খবরে, মহাকাশ সংক্রান্ত নানা গবেষণা ও সাফল্যের খবরে ৷ খবরে ফিরে এসেছে কল্পনা চাওলা, সুনীতা উইলিয়ামসের নাম ৷ তবে এই সব খবরের মাঝেই সোশাল মিডিয়ায় ট্রেন্ডিং হল এমন একটি নাম, যাঁর সঙ্গে ভিনগ্রহী এলিয়েনদের নিয়ে ছবি বানানো ছাড়া দূর-দূরান্ত থেকেও মহাকাশের কোনও যোগ নেই ৷ বলিউডের প্রবীণ অভিনেতা ও পরিচালক রাকেশ রোশন ৷ হ্যাঁ, চন্দ্রযান 3-এর সঙ্গে জড়িয়ে ট্রেন্ডিং হল তাঁর নাম ৷ সৌজন্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লিপ অফ টাং ৷
বুধবার বিকেল ৷ তখন গোটা দেশের চোখ টেলিভিশনের পর্দায় ৷ কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে ৷ আর কিছুক্ষণের মধ্যেই চাঁদের দক্ষিণ মেরু স্পর্শ করবে ল্যান্ডার বিক্রম ৷ চলছে তারই সরাসরি সম্প্রচার ৷ সেই সময় বিশ্ব বাংলা অডিটোরিয়ামের এক অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ চন্দ্রযান 3-এর আগাম সাফল্য কামনা করে বক্তব্য রাখেন তিনি ৷ তখনই তিনি মুখ ফসকে এমন একটি কথা বলে ফেলেন, যা নিয়ে রসিকতায় মজেন নেট নাগরিকরা ৷
কী বলেছিলেন মুখ্যমন্ত্রী ?
মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে বলেন, "আমরা তখন ছোট ছিলাম ৷ আমার মনে আছে ৷ চাঁদের মাটিতে যখন তাঁরা পৌঁছেছিলেন, তখন ইন্দিরা গান্ধি জিজ্ঞেস করেছিলেন রাকেশ রোশনকে, আসমান সে ক্যায়সে লগ রহে হ্যায় ৷ মহাকাশ সে...ইন্ডিয়া কো ৷ তো ওরা উত্তর দিয়েছিল, সারে জাঁহা সে আচ্ছা, হিন্দুস্থান হামারা ৷ এখন মানুষ যায়নি, কিন্তু আমাদের যন্ত্র গিয়েছে ৷ অনেক কষ্ট করে কাজ করেছেন ইসরোর বৈজ্ঞানিকরা ৷"
মুখ ফসকে রাকেশ শর্মার পরিবর্তে রাকেশ রোশন বলে ফেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ উল্লেখ্য, রাকেশ শর্মা চাঁদে যাননি ৷ প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে পাড়ি দিয়েছিলেন, 1984 সালে ৷ পূর্বতন সোভিয়েত ইউনিয়নের মহাকাশযানে চেপে তিনি মহাকাশে যান । এটা সর্বজনবিদিত যে, মহাকাশে থাকাকালীন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি রাকেশ শর্মাকে প্রশ্ন করেছিলেন যে, "মহাকাশ থেকে ভারতকে কেমন লাগছে?" প্রত্যুত্তরে রাকেশ শর্মা বলেছিলেন, "সারে জাঁহা যে আচ্ছা, হিন্দুস্তান হামারা ।" দেশের মহাকাশ বিজ্ঞানের সঙ্গে অতি পরিচিত এই কথা স্মরণ করতে গিয়েই মুখ ফসকে ভুল নাম বলে ফেলেন মুখ্যমন্ত্রী ৷
আরও পড়ুন:চন্দ্রযান-3 মিশনে ইসরোর সাফল্যে অভিনন্দন সৌরভের
তাঁর এই নামবিভ্রাটে সোশাল মিডিয়ায় মিমের বন্যা বয়ে যায় ৷ মাইক্রো ব্লগিং সাইট টুইটারে ভাইরাল হয়ে যায় সেই বক্তব্যের ভিডিয়ো ক্লিপ ৷ ট্রোলের শিকার হতে হয় মুখ্যমন্ত্রীকে ৷ ভিডিয়োটি শেয়ার করে সোশাল মিডিয়া ব্যবহারকারীরা স্পেস স্যুট পরিহিত রাকেশ রোশনের ছবি এডিট করে বসিয়ে দেন ৷ কমেন্টে অনেকে আবার লিখেছেন, পরিচালক নিশ্চয়ই মহাকাশে কোই...মিল গয়ার 'জাদু'-এর সঙ্গে দেখা করেছেন । একটি ছবিতে আবার দেখা হয় যে, হৃত্বিক রোশন মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করছেন যে, তাঁর বাবা কবে চাঁদে গেলেন ?
প্রসঙ্গত, ভারত প্রথম দেশ যারা চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে মহাকাশযানের আলতো অবতরণ বা সফট ল্যান্ডিং করেছে । চাঁদে অবতরণ করা রাষ্ট্রগুলির তালিকায় চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে দেশ ৷ সেই তালিকায় আছে মার্কিন যুক্তরাষ্ট্র, চিন ও রাশিয়া ৷