কলকাতা, 13 মে : ষষ্ঠ দফার নির্বাচন নিয়ে ক্ষুব্ধ কমিশন । রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠকে এবিষয়ে অসন্তোষ প্রকাশ করলেন ডেপুটি ইলেকশন কমিশনার সুদীপ জৈন । সপ্তম দফায় এধরনের কোনও অশান্তি বরদাস্ত করা হবে না । রাজ্য প্রশাসন ও CEO দপ্তরকে কড়া বার্তা দিলেন তিনি ।
সপ্তম দফায় অশান্তি বরদাস্ত নয়, কড়া বার্তা সুদীপের
গতকালের নির্বাচন নিয়ে ক্ষোভপ্রকাশ করলেন ডেপুটি ইলেকশন কমিশনার সুদীপ জৈন । সপ্তম দফায় এধরনের কোনও অশান্তি বরদাস্ত করা হবে না । রাজ্য প্রশাসন ও CEO দপ্তরকে কড়া বার্তা দিলেন তিনি ।
গতকাল একাধিক জায়গায় অশান্তি হয়েছে । বেশ কয়েকটি জায়গায় রিগিং, বুথ দখল, ছাপ্পা ভোটের অভিযোগ তুলেছে বিরোধীরা । পাশাপাশি, ঘাটালের BJP প্রার্থী ভারতী ঘোষের গাড়ি ভাঙচুর সহ ইটবৃষ্টির মতো বেশ কিছু ঘটনা নিয়ে সরগরম ছিল ষষ্ঠ দফার নির্বাচন ।
আজ মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক করেন সুদীপ জৈন । ঠিক কী কারণে এই অশান্তি হয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি । পাশাপাশি, ষষ্ঠ দফার ভোটে যারা গন্ডগোল পাকিয়েছিল তাদের তালিকা করতে হবে । তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 151 নম্বর ধারা প্রয়োগ করে তাদের গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন ডেপুটি ইলেকশন কমিশনার ।