কলকাতা, 25 এপ্রিল : প্রতিটি মেডিকেল কলেজ এবং বড় হাসপাতালগুলিতে জরুরি ভিত্তিতে অক্সিজেন প্ল্যান্ট তৈরি করতে হবে । হাসপাতালগুলিতে কোভিডের বেড বাড়িয়ে অন্তত 30 হাজার করতে হবে । যে কোনও ধরনের জমায়েত বন্ধ করার জন্য প্রশাসনকে কঠোর পদক্ষেপ করতে হবে । এমনই দাবি জানাল রাজ্যের সরকারি চিকিৎসকদের একটি সংগঠন সার্ভিস ডক্টরস ফোরাম ।
রাজ্যের সরকারি চিকিৎসকদের এই সংগঠনের তরফে জানানো হয়েছে, করোনা দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণে রাজ্য ইতিমধ্যেই ভয়াবহ আকার ধারণ করেছে । এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য অবিলম্বে এ রাজ্যের হাসপাতালগুলিতে করোনা রোগীদের জন্য বেড বাড়ানো জরুরি ।
সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক চিকিৎসক সজল বিশ্বাস বলেন, "এ রাজ্যে করোনার সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে অবিলম্বে বেড বাড়িয়ে অন্তত 30 হাজার করতে হবে ।"এদিকে, স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, এখনও পর্যন্ত কলকাতা সহ এ রাজ্যের বিভিন্ন হাসপাতাল মিলিয়ে 8 হাজার 470টি বেড করোনা রোগীদের জন্য প্রস্তুত করা হয়েছে । স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, বেসরকারি হাসপাতালে এই বেডের সংখ্যা চার হাজার 816টি ।