পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রতিটি মেডিকেল কলেজ এবং বড় হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট ও 30 হাজার বেডের দাবি - need oxygen plant and minimum 30 thousand covid bed

সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক চিকিৎসক সজল বিশ্বাস বলেন,"অক্সিজেনের যোগান বাড়ানোর পাশাপাশি অক্সিজেনের সরবরাহ নিশ্চিত করার জন্য প্রতিটি মেডিকেল কলেজ এবং বড় হাসপাতালগুলিতে জরুরি ভিত্তিতে অক্সিজেন প্ল্যান্ট তৈরি করতে হবে । বেড বাড়িয়ে অন্তত 30 হাজার করতে হবে । সকলকে বিনামূল্যে করোনার টিকা দিতে হবে।"

need oxygen plant and minimum 30 thousand covid bed
অক্সিজেন প্ল্যান্ট ও 30 হাজার বেডের দাবি

By

Published : Apr 25, 2021, 11:06 PM IST

কলকাতা, 25 এপ্রিল : প্রতিটি মেডিকেল কলেজ এবং বড় হাসপাতালগুলিতে জরুরি ভিত্তিতে অক্সিজেন প্ল্যান্ট তৈরি করতে হবে । হাসপাতালগুলিতে কোভিডের বেড বাড়িয়ে অন্তত 30 হাজার করতে হবে । যে কোনও ধরনের জমায়েত বন্ধ করার জন্য প্রশাসনকে কঠোর পদক্ষেপ করতে হবে । এমনই দাবি জানাল রাজ্যের সরকারি চিকিৎসকদের একটি সংগঠন সার্ভিস ডক্টরস ফোরাম ।

রাজ্যের সরকারি চিকিৎসকদের এই সংগঠনের তরফে জানানো হয়েছে, করোনা দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ‌ে রাজ্য ইতিমধ্যেই ভয়াবহ আকার ধারণ করেছে । এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য অবিলম্বে এ রাজ্যের হাসপাতালগুলিতে করোনা রোগীদের জন্য বেড বাড়ানো জরুরি ।

সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক চিকিৎসক সজল বিশ্বাস বলেন, "এ রাজ্যে করোনার সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে অবিলম্বে বেড বাড়িয়ে অন্তত 30 হাজার করতে হবে ।"এদিকে, স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, এখনও পর্যন্ত কলকাতা সহ এ রাজ্যের বিভিন্ন হাসপাতাল মিলিয়ে 8 হাজার 470টি বেড করোনা রোগীদের জন্য প্রস্তুত করা হয়েছে । স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, বেসরকারি হাসপাতালে এই বেডের সংখ্যা চার হাজার 816টি ।

তবে, শুধুমাত্র বেডের বিষয়টি নয় । চিকিৎসক সজল বিশ্বাস বলেন,"অক্সিজেনের যোগান বাড়ানোর পাশাপাশি অক্সিজেনের সরবরাহ নিশ্চিত করার জন্য প্রতিটি মেডিকেল কলেজ এবং বড় হাসপাতালগুলিতে জরুরি ভিত্তিতে অক্সিজেন প্ল্যান্ট তৈরি করতে হবে । সকলকে বিনামূল্যে করোনার টিকা দিতে হবে।"

আরও পড়ুন : রাজ্যে গড়ে প্রতি 5 সেকেন্ডে 1 জনের করোনা, দৈনিক সংক্রমণ 16 হাজার ছুঁইছুঁই

রবিবার স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, গত 24 ঘণ্টায় এ রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন 15 হাজার 889 জন এবং 57 জনের মৃত্যু হয়েছে‌ । সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক বলেন,"নির্বাচন কমিশনের বিধিনিষেধ সত্ত্বেও রাজনৈতিক সভায় হাজার হাজার মানুষের জমায়েত হচ্ছে । ওই সব রাজনৈতিক দলের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব‍্যবস্থা নিতে হবে । সেই সঙ্গে 2005-এর বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী সমস্ত ধরনের জমায়েত কঠোরভাবে নিষিদ্ধ করতে হবে ।"

ABOUT THE AUTHOR

...view details