পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সাগর দ্বীপপুঞ্জের দক্ষিণে রয়েছে বুলবুল, জারি সতর্কবার্তা - Bulbul information

রাজ্যে ধেয়ে আসছে বুলবুল ঘূর্ণি ঝড় ৷ এই মুহূর্তে বুলবুল সম্বন্ধে একাধিক তথ্য ও সতর্কবার্তা জানালো আবহাওয়া দপ্তর ৷ সেগুলি কী কী ? জেনে নিন ৷

bulbul

By

Published : Nov 7, 2019, 5:11 PM IST

Updated : Nov 8, 2019, 4:21 AM IST

কলকাতা, 7 নভেম্বর : শক্তি বাড়িয়েছে ঘূর্ণিঝড় বুলবুল ৷ বর্তমানে সাগর দ্বীপপুঞ্জের প্রায় 580 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে ৷ আগামীকালের মধ্যে এটি নিজেকে আরও শক্তিশালী করে তুলবে বলে আশঙ্কা ৷ আগামীকাল এটি উত্তর-পশ্চিমে অগ্রসর হবে ৷ 10 নভেম্বর ভোরবেলা বুলবুল সাগর দ্বীপপুঞ্জ ও বাংলাদেশের খেপুপাড়ার মধ্য দিয়ে অতিক্রম করবে ৷ আগামী 24 ঘণ্টায় আরও শক্তিশালী হয়ে উঠবে বুলবুল ৷ সুন্দরবনের উপর দিয়ে বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে ৷ এমনটাই পূর্বাভাস দিয়েছে ইন্ডিয়া মেটেরোলজিকাল ডিপার্টমেন্ট । পাশাপাশি, এই মুহূর্তে বুলবুল সম্বন্ধে একাধিক তথ্য ও সতর্কবার্তা জানাল আলিপুর আবহাওয়া দপ্তর ৷

বুলবুল নিয়ে কী কী তথ্য জানাল আলিপুর আবহাওয়া দপ্তর ?

  • পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকার কাছাকাছি আসবে এই ঘূর্ণিঝড় ৷
  • পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে এসে এই ঘূর্ণিঝড়ের শক্তিক্ষয়ের সম্ভাবনা রয়েছে ।
  • এই মুহূর্তে উপকূল অতিক্রম করার সম্ভাবনা নেই ৷
  • ভূপৃষ্ঠে আসার সম্ভাবনা এই মুহূর্তে নেই ৷
  • 8 এবং 9 তারিখ ঘূর্ণিঝড় বুলবুল ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছি আসবে ।
  • 9 ও 10 তারিখের পশ্চিমবাংলা ও বাংলাদেশ উপকূলে আসার সম্ভাবনা রয়েছে ।
  • গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে আকাশ আংশিক মেঘলা থাকবে ৷
  • শনিবার ও রবিবার উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷
  • কলকাতা সহ হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও নদীয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷

'বুলবুল' নিয়ে একাধিক সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর ৷ জেনে নিন সেগুলি

  • আজ সন্ধ্যার মধ্যে মৎস্যজীবীদের সমুদ্রে থেকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে ।
  • আগামীকাল থেকে সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে।
  • শনিবার ও রবিবার পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে ৷
  • দীঘা-বকখালিতে বিনোদনমূলক স্পোর্টস বন্ধ রাখতে বলা হয়েছে ।
Last Updated : Nov 8, 2019, 4:21 AM IST

ABOUT THE AUTHOR

...view details