পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Tiljala Child Murder Case: তিলজলা কাণ্ডে জবাব তলব এনসিপিসিআরের, আসতে পারে প্রতিনিধিদল

তিলজলা কাণ্ডে (Tiljala Child Murder Case) রাজ্য পুলিশের ডিজি এবং মুখ্যসচিবকে চিঠি পাঠাল জাতীয় শিশু সুরক্ষা ও অধিকার রক্ষা কমিশন (National Commission for Protection of Child Rights) বা এনসিপিসিআর (NCPCR) ৷ চাওয়া হল ব্যাখ্যা ৷ 31 মার্চের মধ্য়েই রাজ্যে আসতে পারেন কমিশনের প্রতিনিধিরা ৷

NCPCR Delegates may come to Kolkata to investigate Tiljala Child Murder Case
প্রতীকী ছবি

By

Published : Mar 28, 2023, 4:53 PM IST

কলকাতা, 28 মার্চ: তিলজলায় নাবালিকাকে যৌন নির্যাতন ও খুনের ঘটনায় (Tiljala Child Murder Case) এবার পদক্ষেপ করল জাতীয় শিশু সুরক্ষা ও অধিকার রক্ষা কমিশন (National Commission for Protection of Child Rights) বা এনসিপিসিআর (NCPCR) ৷ এই ঘটনায় ইতিমধ্যেই কমিশনের পক্ষ থেকে রাজ্যের কাছ জবাব তলব করা হয়েছে ৷ রাজ্য পুলিশের ডিজি এবং মুখ্যসচিবের কাছে চিঠি পাঠিয়ে ঘটনার ব্যাখ্যা চেয়েছে কমিশন ৷ শুধু তাই নয় ৷ শোনা যাচ্ছে, তিলজলার ঘটনা সরেজমিনে খতিয়ে দেখতে চায় তারা ৷ এর জন্য আগামী 31 মার্চের মধ্যেই রাজ্যে আসতে পারেন এনসিপিসিআরের প্রতিনিধিরা ৷

ওয়াকিবহাল মহল মনে করছে, কমিশনের এই পদক্ষেপ রাজ্য প্রশাসন ও পুলিশের পক্ষে মোটেও স্বস্তির নয় ৷ কারণ, ইতিমধ্যেই নিহত নাবালিকার পরিবারের সদস্য ও প্রতিবেশীরা জানিয়েছেন, এই ঘটনায় পুলিশ প্রথম থেকেই গা-ছাড়া মনোভাব দেখিয়েছে ! তাদের টনক নড়ে নাবালিকার দেহ উদ্ধার এবং এলাকাবাসীর উত্তাল প্রতিবাদের পর ! কিন্তু, তারা যদি আগেই উদ্যোগ নিত, তাহলে হয়তো এই ন্যক্কারজনক ঘটনা আটকানো সম্ভব হত ! পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা কার্যত রাস্তায় নেমে পুলিশের সঙ্গে যুদ্ধ করেছেন !

আরও পড়ুন:তিলজলা থানায় হামলা, লাগাতার অভিযানে গ্রেফতার 20

এই প্রেক্ষাপটে রাজ্যে প্রতিনিধিদল পাঠানোর বার্তা দিয়েছে এনসিপিসিআর ৷ সেই দলের নেতৃত্বে থাকতে পারেন কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো ৷ এই বিষয়ে সোমবার রাতে একটি টুইট করেন তিনি (Priyank Kanoongo Twitter) ৷ তাতে প্রিয়াঙ্ক লেখেন, কলকাতায় 7 বছরের নাবালিকার খুনের ঘটনাটি তাঁরা অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখছেন ৷ এই বিষয়ে পশ্চিমবঙ্গের ডিজিপি এবং মুখ্যসচিবকে চিঠি পাঠানো হচ্ছে ৷ এবং শীঘ্রই কমিশনের একটি প্রতিনিধিদল কলকাতায় গিয়ে ঘটনা খতিয়ে দেখবে ৷ খুব সম্ভবত, নিহত নাবালিকার বাড়ি যেতে পারেন কমিশনের সদস্যরা ৷ সরাসরি কথা বলতে পারেন সন্তানহারা বাবা-মা ও এলাকাবাসীর সঙ্গে ৷ কথা হতে পারে তিলজলা থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিরক ও কর্মীদের সঙ্গেও ৷

ABOUT THE AUTHOR

...view details