পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

NCC: রাজ্যের বরাদ্দ অর্থ না মেলায় ক্যাম্প বন্ধ করতে হচ্ছে, দাবি এনসিসি-র - পশ্চিমবঙ্গ সরকার

আর্থিক সাহায্য দেওয়া বন্ধ করে দিয়েছে বাংলার সরকার (West Bengal Government) ৷ অভিযোগ এনসিসি (NCC)-র ৷ এই নিয়ে এনসিসি-র পশ্চিমবঙ্গ ও সিকিম ডিরেক্টরেটের তরফে অভিযোগ জানানো হয়েছে এনসিসি-র ডিজি ৷

ncc-claims-due-to-lack-of-budgetary-support-by-west-bengal-government-they-cease-fresh-cadet-recruitment
NCC: রাজ্যের বরাদ্দ অর্থ না মেলায় ক্যাম্প বন্ধ করতে হচ্ছে, দাবি এনসিসি-র

By

Published : Oct 26, 2022, 4:20 PM IST

কলকাতা, 26 অক্টোবর: আর্থিক সাহায্য দেওয়া বন্ধ করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government) ৷ এমনই অভিযোগ তুলল ন্যাশনাল ক্যাডেট কর্পস (National Cadet Corps) বা এনসিসি (NCC) ৷ এক আধিকারিকের দাবি, সেই কারণেই পশ্চিমবঙ্গে চলতি 2022-23 আর্থিক বছরে নতুন করে আর কাউকে নেওয়া হবে না ৷

সশস্ত্র বাহিনীর সেনা যুব উন্নয়ন কর্মসূচির অঙ্গ হিসেবে এনসিসি স্কুল ও কলেজের পড়ুয়াদের প্রশিক্ষণ দেয় ৷ এনসিসি-র এক আধিকারিকের দাবি, এই বছর এখনও পর্যন্ত 41 হাজার পড়ুয়ার নাম নথিভক্ত করা হয়েছে ৷ কিন্তু আর্থিক সমস্যার জেরে তাঁদের জন্য আর কোনও ক্যাম্প আয়োজন করা সম্ভব হবে না ৷

এনসিসি-র তরফে জানানো হয়েছে, তাদের সারা বছরের খরচ চালানোর জন্য যে অর্থের প্রয়োজন হয়, তার 75 শতাংশ বরাদ্দ করে কেন্দ্রীয় সরকার ৷ আর বাকি 25 শতাংশ দেয় রাজ্য সরকার ৷ ওই 25 শতাংশই রাজ্য সরকার দিচ্ছে না বলে এনসিসি-র তরফে দাবি করা হয়েছে ৷

এই নিয়ে গত 6 অক্টোবর এনসিসি-র ডিরেক্টর জেনারেলকে চিঠি লেখেন পশ্চিমবঙ্গ ও সিকিম ডিরেক্টরেটের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল ইন চার্জ ইউ এস সেনগুপ্ত ৷ সেখানেই তিনি রাজ্যে সরকারের তরফে বাজেট বরাদ্দ না দেওয়ার বিষয়টি উল্লেখ করেছেন ৷ সেই কারণে যে এই অর্থবর্ষে আর কাউকে নেওয়া যাবে না সেটাও জানানো হয়েছে ৷ একই সঙ্গে জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্নস্তরে এই নিয়ে চিঠি চালাচালি করেও কোনও লাভ হয়নি ৷

এনসিসি-র পশ্চিমবঙ্গ ও সিকিম ডিরেক্টরেটের মুখপাত্র মেজর ড. ডি বি সিং জানিয়েছেন, 2022-23 আর্থিক বছরে বাংলার সরকার 80 লক্ষ টাকা বরাদ্দ করেছে৷ অথচ আরও 3 কোটি টাকার প্রয়োজন রয়েছে ৷ নদিয়ার কল্যাণীতে এনসিসি-র যে অ্যাকাডেমি রয়েছে, সেখানে পরিকাঠামো উন্নত করার জন্য সব মিলিয়ে 10 কোটি টাকা প্রয়োজন ৷ এছাড়া ক্যাডেটরা যদি প্রশিক্ষণ শেষ করতে না পারে, তাহলে সেটা তাঁদের জন্য ক্ষতিকর হবে ৷

প্রতিবছর যে প্রশিক্ষণ শিবির (CATCs) আয়োজন করা হয় এনসিসি-র তরফে ৷ এবছর সেই প্রশিক্ষণ শিবিরে (Combined Annual Training Camp) 6 হাজার 586 জন গিয়েছেন ৷ যা বাজেট আছে, তাতে আরও 6 হাজার 400 জন প্রশিক্ষণ নিতে পারবেন ৷ অথচ এনসিসি-র 95 হাজার 120 জন ক্যাডেটের মধ্যে চলতি অর্থবর্ষে 54 হাজার 324 জনের প্রশিক্ষণ প্রয়োজন ৷ মেজর জেনারেল সেনগুপ্ত তাঁর চিঠিতে এটাও উল্লেখ করেছেন বলে জানা গিয়েছেন ৷ চিঠিতে তিনি আরও জানিয়েছেন, 41 হাজার 68 জন ক্যাডেটের প্রশিক্ষণ সম্ভব হবে না ৷ ফলে তাঁরা বি ও সি সার্টিফিকেটের পরীক্ষার জন্য অনুপযুক্ত হিসেবে বিবেচিত হবেন ৷

এনসিসি-র তরফে জানা গিয়েছে, বি সার্টিফিকেটের জন্য প্রত্য়েককে ক্যাডেটকে বছরে একটি করে ক্যাম্পে অংশ নিতে হয় ৷ আর সি সার্টিফিকেটের জন্য ক্যাডেটকে বছরে দু’টি করে ক্যাম্পে অংশ নিতে হবে ৷ চিঠিতে লেখা হয়েছে যে সবাইকে বি ও সি ক্যাম্প করাতে গেলে আরও 103টি ক্যাম্পের আয়োজন করা প্রয়োজন ৷ কিন্তু টাকার অভাবে তা সম্ভব হচ্ছে ৷ ফলে 75 শতাংশ ক্যাডেটকেই সমস্যায় পড়তে হবে ৷ সেই কারণে চলতি অর্থবর্ষে আর কাউকে না নেওয়ার কথা বলা হচ্ছে ৷

আরও পড়ুন:এনসিসিতে মহিলাদের প্রতিনিধিত্ব বৃদ্ধিই দেশ বদলের উদাহরণ, মন্তব্য প্রধানমন্ত্রীর

ABOUT THE AUTHOR

...view details