পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Nawsad Siddique: মনোনয়নে বাধা, সরাসরি মুখ্যমন্ত্রীর দরবারে পৌঁছেও মমতা-সাক্ষাৎ হল না নওশাদের

মনোনয়নে বাধা পেয়ে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এলেন নওশাদ সিদ্দিকী। তিনি জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে চিঠি দিতেই নবান্নে এসেছেন।

Etv Bharat
মুখ্যমন্ত্রীর দরবারে পৌঁছে গেলেন নওশাদ

By

Published : Jun 14, 2023, 4:01 PM IST

Updated : Jun 14, 2023, 4:39 PM IST

মমতা-সাক্ষাৎ হল না নওশাদের

কলকাতা, 14 জুন:মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে ভাঙড়ে চরম বিশৃঙ্খলা এবং উত্তেজনার মাঝেই নবান্নে এলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। মঙ্গলবারের পর বুধবারও মনোনয়নের পঞ্চমদিনেও চরম বিশৃঙ্খলা দেখা গেল ভাঙড়ে । অভিযোগ, মুহুর্মুহু বোমা-গুলির আওয়াজে কার্যত কান পাতা দায় হয়ে গিয়েছে ভাঙড়ে । আর তার মাঝেই নবান্নে এলেন নওশাদ সিদ্দিকী । জানা গিয়েছে, আইএসএফ কর্মী এবং প্রার্থীদের মনোনয়নে বাধা দেওয়া হচ্ছে, একই সঙ্গে নিরাপত্তাহীনতায় ভুগছেন ভাঙড়ের সাধারণ মানুষ। সেই অভিযোগ নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের শরণাপন্ন হয়েছিলেন নওশাদ । তবে মুখ্যমন্ত্রীর দেখা পেলেন না আইএসএফ বিধায়ক । প্রায় আধঘণ্টা ধরে দাঁড়িয়ে নবান্ন থেকে ফিরে গেলেন নওশাদ ।

গত তিন-চারদিন ধরেই কার্যত খবরের শিরোনামে উঠে এসেছে ভাঙড় । মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে দফায় দফায় পুলিশের সামনেই হাতাহাতি, সংঘর্ষে জড়িয়ে পড়ে আইএসএফ এবং তৃণমূল সমর্থকরা । অভিযোগ, মঙ্গলবারের পর এদিনও আইএসএফ প্রার্থীদের মনোনয়নে বাধা দেয় তৃণমূল । এমনকী প্রকাশ্যে বোমা, বাঁশ, লাঠি নিয়ে আইএসএফ কর্মীদের উপরে চড়াও হতেও দেখা গিয়েছে তৃণমূলকে । অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছে একাধিক জায়গায় । এই পরিস্থিতিতে শান্তিপূর্ণ ভোট আদৌ সম্ভব কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছে রাজনৈতিক মহল । মনোনয়নেই যদি এই হিংসার ছবি দেখা যায়, তবে ভোটের দিন কী হবে তা ভেবেই আতঙ্কিত সাধারণ মানুষ । আর তা নিয়ে কথা বলতেই এদিন সরাসরি নবান্নে পৌঁছে গেলেন নওশাদ সিদ্দিকী । কিন্তু এদিন প্রায় আধঘণ্টা নবান্নের গেটে দাঁড়িয়ে অপেক্ষা করে শেষে সেখান থেকেই ফিরে গেলেন নওশাদ সিদ্দিকী ।

আরও পড়ুন:বোমা-গুলির তাণ্ডবে আজও ভাঙড়ে ধুন্ধুমার, মাথা ফাটল তৃণমূল কর্মীর

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা না হলেও এদিন ভাঙড়ের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন নওশাদ । নবান্ন থেকে ফিরে যাওয়ার সময় নওশাদ বলেন, "এই মুহুর্তে ভাঙড়ে যে অশান্তি চলছে, তাতে আমি সত্যিই আশঙ্কিত । এবং তা নিয়ে কথা বলতেই আমি মুখ্যমন্ত্রীর দফতরে এসেছিলাম ।" তিনি জানান, রাজ্যে পঞ্চায়েত ভোট হবে এই রাজ্যের পুলিশ দিয়ে । আর রাজ্য পুলিশের মাথায় রয়েছেন মুখ্যমন্ত্রী । তবে এদিন দেখা হল না মুখ্যমন্ত্রীর সঙ্গে । সে প্রসঙ্গে এদিন নওশাদ বলেন, "তিনি হয়তো অন্য অনেক কাজে ব্যস্ত আছেন । আমি আগে মেইল করেছিলাম, সেই মেইলের কোনও জবাব পাওয়া যায়নি । তাই এদিন সরাসরি এসেছিলাম ।" গত কয়েকদিন ধরে টানা গন্ডগোল হচ্ছে ভাঙড়ে । নওশাদের দাবি, তিনি শুধু মাত্র আইএসএফের বিধায়ক নন । তিনি তৃণমূলেরও বিধায়ক । এলাকার সব মানুষের বিধায়ক । আর সেখান থেকেই নওশাদের দাবি, তিনি সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়ে যথেষ্ট উদ্বিগ্ন ।

Last Updated : Jun 14, 2023, 4:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details