পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Nawsad Siddique Friend Files Case: নওশাদের বন্ধুর চেন্নাইয়ের বাড়িতে হানা কলকাতা পুলিশের, 'হেনস্থা' থেকে বাঁচতে মামলা হাইকোর্টে - নওশাদ সিদ্দিকীর বন্ধু

নওশাদ সিদ্দিকীর (Nawsad Siddique Friend Files Case) বন্ধু শেখ শামসুর আলমের চেন্নাইয়ের বাড়িতে হানা গিয়েছে কলকাতা পুলিশের একটি দল ৷ পুলিশ অযথা হেনস্থা করছে বলে অভিযোগ করে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের করলেন আইএসএফ নেতার বন্ধু ৷

nawsad siddique and hc
নওশাদ ও হাইকোর্ট

By

Published : Feb 16, 2023, 1:21 PM IST

Updated : Feb 16, 2023, 3:11 PM IST

কলকাতা, 16 ফেব্রুয়ারি:আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীর বন্ধুর (Nawsad Siddique Friend Files Case) চেন্নাইয়ের বাড়িতে হানা দিয়েছে কলকাতা পুলিশ (Kolkata Police)। তারই প্রেক্ষিতে শেখ শামসুর আলম নামে ওই বন্ধু কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন । তাঁকে বেআইনি ভাবে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করে হাইকোর্টে অভিযোগ জানিয়েছেন তিনি ৷

আগামিকাল মামলার শুনানি: নওশাদের বন্ধুর আইনজীবীর দাবি, শামসুর একজন গয়না ব্যবসায়ী । ভাঙড়ে বাড়ি রয়েছে তাঁর । তিনি থাকেন চেন্নাইয়ে । তিনি কোনও ঘটনার সঙ্গে জড়িত নয় । তিনি শুধু নওশাদ সিদ্দিকীর বন্ধু । এই কারণে পুলিশ তাঁকে অযথা হেনস্থা করছে ৷ তিনি গ্রেফতারির আশংকা করছেন । এই অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে সেই মামলার দ্রুত শুনানির আবেদন জানিয়েছেন আইএসএফ বিধায়কের বন্ধু শেখ শামসুর আলম । এই মর্মে বিচারপতি রাজা শেখর মান্থার দৃষ্টি আকর্ষণ করেন তিনি । মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি । আগামিকাল এই মামলার শুনানি ধার্য হয়েছে ।

আরও পড়ুন:নওশাদের মুক্তির দাবিতে আইএসএফ এর সঙ্গে যৌথ মিছিল বামেদের

21 জানুয়ারি গ্রেফতার হন নওশাদ: উল্লেখ্য, 21 জানুয়ারি ধর্মতলায় দলের প্রতিষ্ঠা দিবসে মিছিল করার সময় নওশাদ ও তাঁর দলের একাধিক সদস্যকে গ্রেফতার করে পুলিশ । এর আগে একবার তাঁর জামিন খারিজ করেছিল নগর দায়রা আদালত । গতকাল ফের তাঁকে 14 দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত । তাঁকে শাসক দল নিজেদের দিকে আনতে চাইছে বলেই তাঁর উপর অত্যাচার চালানো হচ্ছে বলে একাধিক বার এ বিষয়ে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন আইএসএফ-এর তরুণ নেতা ৷

বুধবার ধর্মতলার অশান্তির ঘটনায় কলকাতা পুলিশ চার্জশিট পেশ করেছে ৷ নওশাদের আইনজীবী বলেন, এই ঘটনায় কারওকে আটকে রাখার কোনও মানে নেই ৷ আইএসএফ নেতার জামিনের আবেদন জানানো হয় ৷ তবে সেই আবেদন খারিজ করে দেয় আদালত ৷

Last Updated : Feb 16, 2023, 3:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details