কলকাতা, 16 ফেব্রুয়ারি:আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীর বন্ধুর (Nawsad Siddique Friend Files Case) চেন্নাইয়ের বাড়িতে হানা দিয়েছে কলকাতা পুলিশ (Kolkata Police)। তারই প্রেক্ষিতে শেখ শামসুর আলম নামে ওই বন্ধু কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন । তাঁকে বেআইনি ভাবে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করে হাইকোর্টে অভিযোগ জানিয়েছেন তিনি ৷
আগামিকাল মামলার শুনানি: নওশাদের বন্ধুর আইনজীবীর দাবি, শামসুর একজন গয়না ব্যবসায়ী । ভাঙড়ে বাড়ি রয়েছে তাঁর । তিনি থাকেন চেন্নাইয়ে । তিনি কোনও ঘটনার সঙ্গে জড়িত নয় । তিনি শুধু নওশাদ সিদ্দিকীর বন্ধু । এই কারণে পুলিশ তাঁকে অযথা হেনস্থা করছে ৷ তিনি গ্রেফতারির আশংকা করছেন । এই অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে সেই মামলার দ্রুত শুনানির আবেদন জানিয়েছেন আইএসএফ বিধায়কের বন্ধু শেখ শামসুর আলম । এই মর্মে বিচারপতি রাজা শেখর মান্থার দৃষ্টি আকর্ষণ করেন তিনি । মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি । আগামিকাল এই মামলার শুনানি ধার্য হয়েছে ।