কলকাতা, 26 জুন:পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব থেকেই উত্তপ্ত দক্ষিণ 24 পরগনার ভাঙ্গড় । ইতিমধ্যেই সেখানে ভোটের হিংসার বলি হয়েছেন তিনজন । ভাঙড়ের উত্তাপ, ভাঙড় নিয়ে আলোচনা ভোটের ময়দান ছাড়িয়ে পৌঁছে গিয়েছে আদালতের চৌহদ্দি পর্যন্ত । এমতাবস্থায় সোমবার রাজ্য বিধানসভায় মুখোমুখি হলেন দুই পরস্পর বিরোধী নেতা শওকত মোল্লা এবং নওশাদ সিদ্দিকী । একজন ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক। অন্যজন ভাঙড়ের বিধায়ক ।
সোমবার বিধানসভায় দু'জনকেই একইসঙ্গে দেখতে পাওয়া গেল দাদা এবং ভাইয়ের ভূমিকায় । ভাঙড়ে দু'জনে একে অপরের প্রবল প্রতিদ্বন্দ্বী হলেও এদিন বিধানসভার অন্দরে একে অপরকে দাদা-ভাইয়ের ভূমিকাতেই সম্বোধন করতে দেখা গেল । আর দু'জনে মিলেই ভাঙড়ের মাটিতে অবাধ এবং শান্তিপূর্ণ ভোটের পক্ষেই সওয়াল করেন এই দুই নেতা ।
কথায় বলে অনেক বড় সমস্যা আলোচনার টেবিলে বসে সমাধান করে দেওয়া যায় । তাহলে ভাঙড় কেন যাবে না । গ্রাউন্ড জিরোতে যতই উত্তাপ থাকুক, এদিন বিধানসভায় সংবাদমাধ্যমের উদ্যোগে পাশাপাশি দাঁড়িয়ে ভাঙড় নিয়ে শান্তির কথা বলতে শোনা গেল দুপক্ষকেই । এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নওশাদ সিদ্দিকী ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক তথা ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে বড় ভাই আখ্যা দিয়ে বলেছেন, "আমার থেকে অনেক বেশি সময় ধরে উনি বিধায়ক । আমার নির্বাচনী ক্ষেত্রে পঞ্চায়েত নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয় তার জন্য আমাকে আশা করব গাইড করবেন তিনি ।"
এর জবাবও দিয়েছেন শওকত মোল্লা । তিনি বলেন, "গণতান্ত্রিক প্রক্রিয়াতেই নির্বাচন হবে ভাঙড়ে । এক্ষেত্রে কোথাও কোনও অসুবিধা নেই । আমরা চাই শান্তিপূর্ণ নির্বাচন । বরং আমি আমার ছোট ভাইকে (নওশাদ ভাই) বলব ভাঙড়ে গন্ডগোলটা একটু কম করতে ।" এর পালটা জবাবও দিয়েছেন নওশাদ । তিনি জানান, ওনার হাতে পুলিশ প্রশাসন আছে, ক্যামেরা আছে । সবটা দেখে নেবেন । বড় দাদা যদি চায় গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সর্বোচ্চ শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে । মানুষ যাকে রায় দেবে তাকে মেনে নেওয়া হবে ৷