কলকাতা, 19 এপ্রিল: পবিত্র ঈদের দিনও পরীক্ষা ৷ যা নিয়ে ক্ষোভ উগরে দিলেন জামায়াতে ইসলামি হিন্দ সংগঠন ৷ পাশাপাশি এই ঘটনায় কলকাতা মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে চিঠি দিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ৷ পাশাপাশি ঈদ উপলক্ষ্যে সরকারের কাছে তিনদিনের ছুটির আবেদন করা হলেও সাড়া মেলেনি বলে অভিযোগ ইসলামিক সংগঠনটির নেতা মওলানা আব্দুর রফিকের ৷ তাঁর দাবি, ইচ্ছাকৃতভাবে সরকার এবং প্রশাসনের একটা অংশ সম্প্রদায়িক মনোভাব রেখে কাজ করাছে ৷
রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে বিজ্ঞপ্তি জারি করে পরীক্ষার নির্ঘণ্ট ইতিমধ্যেই দেওয়া হয়েছে। গত 11 এপ্রিল এই বিজ্ঞপ্তি অনুযায়ী এমবিবিএস মৌখিক এবং প্র্যাকটিক্যাল পরীক্ষার নির্ঘণ্টও প্রকাশিত হয়েছে। মেডিক্যাল কলেজগুলির বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী 23 এপ্রিল রবিবার সম্ভাব্য ঈদ-উল-ফিতরে পরীক্ষার দিন ধার্য হয়েছে ৷ যা নিয়ে কলকাতা মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে চিঠি দিলেন ক্ষুব্ধ আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী।
অন্যদিকে, পরীক্ষার নির্ঘণ্টকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবি জানিয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ৷ তিনি বলেন, "আগামী 22 এপ্রিল ঈদ। তবে চান্দ্র মাসের হিসাবে রমজান মাস 30 দিনে হলে এবারের ঈদ আগামী 23 এপ্রিলও উদযাপিত হতে পারে। সমাজের বিভিন্ন স্তর থেকে রাজ্য সরকারের কাছে ঈদ উপলক্ষ্যে তিনদিনের ছুটির আবেদন করা হলেও সাড়া মেলেনি। এর আগে আমি নিজেও একাধিকবার তিনদিন ছুটির পাশাপাশি ঈদের আগের দিন বা পরের দিন কোনও শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা না-রাখার আবেদন করেছি। অথচ দুর্ভাগ্যজনকভাবে এবারও কলকাতা মেডিকেল কলেজে আগামী 23 এপ্রিল পরীক্ষার সূচি ঘোষণা করা হয়েছে।"