কলকাতা, 28 ফেব্রুয়ারি: 10 দিনের জেল হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর আজ আবারও ব্যাঙ্কশাল আদালতে (Bankshall court) পেশ করা হল আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে (Nawsad Siddique)। আজ তিনি জামিন পান কি না, সে দিকেই নজর রয়েছে বিভিন্ন মহলের ৷
আদালতে প্রবেশ করার সময় নওশাদ বলেন, "আমি আশা করেছিলাম স্পিকার স্যার আমার হয়ে কোনও কথা বলবেন । তিনি কী বলেছেন জানি না । আশা করছি, তিনি আগামী দিনে কিছু কথা বলবেন । আমি আইনের পথেই হাঁটব । বাংলার অগণিত মানুষ আছে আমার পাশে ।"
তাঁর মতে, তাঁকে বন্দি করে রাখাটা টাইম কিল করা ছাড়া আর কিছু নয় । নওশাদের মতে, তাঁকে আটকে রেখে শাসক দল পঞ্চায়েত ভোটে কিছু করতে পারবে বলে ভাবছে ৷ তিনি বলেন, "আইএসএফ-কে আটকাতে পারবে ? আইএসএফ-এর কিছু নেতাকে গ্রেফতার করে আইএসএফ-কে আটকানো যাবে না ৷ আইএসএফ মানুষের মনে ঢুকে গিয়েছে । বাড়ি বাড়ি পৌঁছে গিয়েছে । কলকাতা পুলিশের যাঁরা ভাঙড়ে গিয়ে অশান্তি করেছেন তাঁরাও কিছু করতে পারবেন না । মানুষরে জন্য আন্দোলনে নেমেছি । লড়াই চলবে ।"