কলকাতা, 18 মার্চ: ডিএ নিয়ে আন্দোলনকারীদের মঞ্চে গিয়ে হেনস্তার শিকার হতে হল দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে (Nawasad Siddiqui Attacked by miscreant) ৷ অভিযোগ, আন্দোলনকারীদের সামনে আইএসএফের ওই বিধায়ক যখন নিজের বক্তব্য তুলে ধরছিলেন, সেই সময়ই তাঁকে হেনস্তা করা হয় ৷ প্রথমে ধাক্কা দেওয়া হয় ৷ যদিও আন্দোলনকারীদের দাবি, ওই ব্যক্তি আন্দোলনকারী নন ৷ নওশাদ-ও জানান যে আন্দোলনকে ভণ্ডুল করার চক্রান্ত হচ্ছে ৷ সেই কারণেই ওই ব্যক্তিকে পাঠানো হয়েছে ৷
প্রসঙ্গত, কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে আন্দোলন চলছে (Protest on DA) ৷ গত 51 দিন ধরে ধর্মতলায় আন্দোলন চালাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ ৷ গত 37 ধরে চলছে অনশন ৷ সেখানে রোজই কোনও না কোনও রাজনৈতিক দলের নেতারা হাজির হন ৷ আন্দোলনকারীদের দাবিদাওয়া শোনেন ৷ আবার নিজেদের মতও জানান ৷ সেভাবে এদিন হাজির হয়েছিলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী (Bhangore MLA Nawasad Siddiqui) ৷
তিনি সেখানে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন ৷ নিজের বক্তব্যও রাখেন৷ সকাল ছ’টা থেকে তিনি আন্দোলনকারীদের সঙ্গে প্রতীকী অনশনেও সামিল হন ৷ এর পর যখন তিনি নিজের বক্তব্য রাখছিলেন, সেই সময়ই বিপত্তি ঘটে ৷ দেখা যায় একজন ব্যাক্তি এগিয়ে এলেন তাঁর দিকে । তাঁকে ধাক্কা মারতে দেখা যায় । সঙ্গে সঙ্গে ধর্নামঞ্চে হইচই পড়ে যায় ৷ সবাই ওই লোকটিকে ঘিরে ধরেন ৷ যদিও নওশাদ তখন সকলকে শান্ত করার চেষ্টা করেন ৷ আন্দোলন পণ্ড করতেই ওই ব্যক্তিকে পাঠানো হয়েছে বলে তিনি বারবার জানাতে থাকেন ৷