কলকাতা, 7 জানুয়ারি: শব্দ দূষণের (Sound Pollution) প্রতিবাদ (Protest) করায় দিনদু'য়েক আগে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের (Beating to Death) অভিযোগ ওঠে ৷ সূত্রের দাবি, প্রবল জোরে ডিজে বক্স বাজানোর প্রতিবাদ করায় মালদার বাসিন্দা আফজল মোমিনকে নৃশংসভাবে খুন করা হয় ! এবার সেই ঘটনার উদাহরণ টেনে দূষণ নিয়ন্ত্রণে রাজ্যের শীর্ষ পুলিশকর্তাকে চিঠি পাঠাল পরিবেশপ্রেমী সংগঠন 'সবুজ মঞ্চ' (Sabuj Mancha) ৷ তাদের বক্তব্য, ইংরেজি নববর্ষের আগেই মুখ্যমন্ত্রী ও রাজ্যের সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তাদের সামগ্রিকভাবে দূষণ নিয়ন্ত্রণের দাবিতে চিঠি পাঠানো হয়েছিল ৷ কিন্তু, তারপরও কাজের কাজ কিছু হয়নি ৷ উলটে শব্দ দূষণের প্রতিবাদ করায় এক নাগরিককে বেঘোরে প্রাণ হারাতে হয়েছে !
মালদার ঘটনায় হতবাক এবং মর্মাহত পরিবেশবিদরা ৷ তাঁদের এক প্রতিনিধি বলেন, "শব্দের নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য ক্রমাগত আবেদন করা হচ্ছে ৷ কিন্তু কিছুই হচ্ছে না ৷ পুলিশ, প্রশাসন একেবারে উদাসীন ৷ রাজ্যের সর্বত্রই এখন নিয়ম লঙ্ঘনকারীদের দাপাদাপি চলছে ! আমরা বুঝতে পারছি না আইন ও সরকারের হাতে যথেষ্ট ক্ষমতা থাকা সত্ত্বেও কেন আইন অমান্যকারীদের বিরুদ্ধে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করছে না !"
আরও পড়ুন:উৎসবে বাজি-ডিজে নিয়ন্ত্রণে উদ্যোগী পরিবেশমন্ত্রী, চিঠি দিচ্ছেন জনপ্রতিনিধিদের