কলকাতা, 3 ফেব্রুয়ারি: ডেন্টাল আহমেদের পর এবার নজরে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল ৷ বৃহস্পতিবার দুপুরে হঠাৎ এমসিএইচে হাজির ন্যাশনাল মেডিক্যাল কমিশনের (National Medical Commission, NMC) টিম ৷ রাজ্যে এই প্রথম পরিদর্শনে এল এনএমসি ৷ প্রতিনিধি দলটি কলেজ ও হাসপাতাল ঘুরে দেখে ৷ কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মোট 18টি বিভাগে গতকাল দুপুর থেকে পরিদর্শন চলে ৷ পরিকাঠামোর দিক দিয়ে সবকিছু সঠিক রয়েছে কি না, তাই সরেজমিনে খতিয়ে দেখে এনএমসির এই বিশেষ দলটি ৷ এই রিপোর্ট কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের এনএমসিতে জমা দেওয়া হবে বলে জানা গিয়েছে ৷
মেডিক্যাল কমিশনের এই দলে 15 জন সদস্য ছিলেন ৷ পোস্ট গ্রাজুয়েট স্তরের পঠনপাঠনে কোনও ঘাটতি বা খামতি রয়েছে কি না, তা দেখে এই প্রতিনিধি দলটি ৷ সূত্রের দাবি, এনএমসির সদস্যরা কলেজ ও হাসপাতালে আসার দিন ছুটিতে থাকা শিক্ষকদের নিয়ে প্রশ্ন উঠেছে ৷ এমনকী এই সময়ে কীভাবে ক্লাস চলছে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন পরিদর্শক দলটি ৷ দুপুর থেকে বিকেল পর্যন্ত পরিদর্শন চলেছে ৷ সন্ধ্যায় অধ্যক্ষের ঘরে বসে বিভাগীয় প্রধানদের সঙ্গে আলোচনা করেন তাঁরা ৷ পরিদর্শন শেষে কেন্দ্রের কাছে রিপোর্ট দেবে এনএমসি ৷ তার আগে মুখ খুলতে নারাজ তাঁরা ৷