পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

NIA Ram Navami Investigation: রামনবমীর মিছিলে অশান্তির ঘটনা, 6টি এফআইআর করে তদন্ত শুরু করছে এনআইএ

30 মার্চ রামনবমী ছিল ৷ এদিন রাজ্যের বিভিন্ন জায়গায় মিছিল বেরয় ৷ হাওড়ায় শিবপুর ও ডালখোলায় রামনবমীর মিছিলকে কেন্দ্র করে অশান্তির ঘটনা ঘটে ৷ পরে তার রেশ ছড়িয়ে পড়ে হুগলীর রিষড়াতেও ৷ এই ঘটনায় কলকাতা হাইকোর্ট এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল ৷

Ram Navami clash
রাম নবমীর ঘটনায় এনআইএ তদন্ত

By

Published : May 11, 2023, 12:38 PM IST

Updated : May 11, 2023, 1:44 PM IST

কলকাতা, 11 মে: হাইকোর্টের নির্দেশ পাওয়ার পর রামনবমীর মিছিলে অশান্তির ঘটনার তদন্ত শুরু করছে এনআইএ ৷ ইতিমধ্যেই 6টি এফআইআর দায়ের করেছে এই কেন্দ্রীয় সংস্থা। শিবপুর থেকে শুরু করে রিষড়া-সহ রাজ্যের কয়েকটি জায়গায় রামনবমীর মিছিলকে কেন্দ্র করে অশান্তির ঘটনা ঘটে ৷ এই ঘটনায় আদালতে জনস্বার্থ মামলা দায়ের হয় ৷ 27 এপ্রিল বর্তমান প্রধান বিচারপতি আদালত টি এস শিবজ্ঞানম ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিকে এই ঘটনার তদন্তের নির্দেশ দেন ৷ এরপরই তদন্তে নামছে এই সংস্থা ।

এনআইএ সূত্রে খবর, বৃবস্পতিবার কলকাতায় এনআইএ-র একজন ডিআইজি পদমর্যাদার পুলিশ আধিকারিকের তত্ত্বাবধানে আদালতে একটি রিপোর্ট জমা দেবে তদন্তকারী সংস্থা ৷ আদালত থেকে রাজ্য পুলিশের হাতে থাকা এই তদন্তভার নিজেদের হেফাজতে নেবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র আধিকারিকরা ৷

30 মার্চ হাওড়ার শিবপুর এবং হুগলি জেলার রিষড়ায় রামনবমীর মিছিলকে কেন্দ্র করে অশান্তির ঘটনা ঘটে ৷ সেই ঘটনায় এখনও পর্যন্ত ছ'টি এফআইআর দায়ের করেছে এনআইএ ৷ এর পাশাপাশি হাইকোর্টের সবুজ সংকেত পাওয়ার পরই হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী এবং হুগলির চন্দননগর পুলিশ কমিশনার অমিত প্রকাশ জাবালগিকে একটি চিঠি পাঠায় সংস্থা ৷ এই অশান্তির ঘটনায় কারা অভিযুক্ত, সেদিন ঠিক কী হয়েছিল, পুলিশের কাছে কবে খবর পৌঁছয়, রাজ্যে পুলিশ ক'টি এফআইআর করেছে- এরকম আরও সব তথ্য চেয়ে পাঠানো হয়েছে বলে এনআই এর সূত্রের খবর ৷

এনআইএ-র দাবি, এই ঘটনায় হাওড়া পুলিশ এবং চন্দননগর পুলিশ কমিশনারেট যে সব ব্যক্তিকে গ্রেফতার করেছে, তাদের এনআইএ হেফাজতে দেওয়া হোক ৷ এছাড়া ঘটনার তদন্তকারী আধিকারিকদের সঙ্গে পৃথকভাবে কথা বলে কেন্দ্রীয় তদন্তকারীরা জানতে চাইবেন, রাজ্য পুলিশের তরফ থেকে এই ঘটনাগুলি ঘটার পর কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল ? রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে রামনবমীর মিছিল এবং তার সঙ্গে জড়িত হিংসার ঘটনা নিয়ে আগাম কোনও খবর ছিল কি না, জানতে চান এনআইএ আধিকারিকরা ৷

আরও পড়ুন: রামনবমীর অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ হাইকোর্টের

Last Updated : May 11, 2023, 1:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details