নয়াদিল্লি, 4 সেপ্টেম্বর: রাজ্যকে সাড়ে তিন হাজার কোটি টাকা ক্ষতিপূরণ জমার নির্দেশ দিল ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল বা এনজিটি ৷ কঠিন, এমনকী তরল বর্জ্য পদার্থের ঠিকঠাক ব্যবস্থাপনা করতে না পারাতেই এই নির্দেশ বলে জানা গিয়েছে ৷ এভাবে পরিবেশের ক্ষতি হয়েছে বলে অভিযোগ ট্রাইবুনালের ৷ তাই এনজিটি 3 হাজার 500 কোটি টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে (National Green Tribunal orders West Bengal Government to compensate 3500 crore rupees) ৷
বিচারপতি আদর্শকুমার গোয়েলের নেতৃত্বে গঠিত বেঞ্চ 1 সেপ্টেম্বর এই নির্দেশ দেন ৷ একটি বিবৃতিতে ট্রাইবুনাল জানিয়েছে, "পরিবেশের যা ক্ষতি হয়েছে, সেদিক ভেবে রাজ্যকে এই ক্ষতিপূরণ দিতে হবে ৷" এনজিটি অ্যাক্টের আওতায় 15 নং ধারায় এই অর্থ দেওয়া বাধ্যতামূলক ৷
পরিবেশ আদালত জানায়, রাজ্য সরকার বর্জ্য পদার্থ ব্যবস্থাপনাকে (waste management system) যথেষ্ট অগ্রাধিকার দেয়নি ৷ অথচ 2022-23 অর্থবর্ষে রাজ্যের বাজেটে নগরোন্নয়ন এবং পৌরনিগমের খাতে 12 হাজার 818 কোটি টাকা বরাদ্দ আছে ৷ এই পর্যবেক্ষণের পর বিচারপতি এ কে গোয়েল জানান, পরিবেশকে দূষণমুক্ত রাখাটা রাজ্য এবং আঞ্চলিক প্রশাসনের সাংবিধানিক দায়িত্ব ৷