পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

National Commission for Women: মহিলাদের উপর অত্যাচারের অভিযোগ, তদন্তে রাজ্য়ে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন - নির্যাতিতা

Chairperson of National Commission for Women in Bengal: 2 অগস্ট পর্যন্ত রাজ্যে থাকবেন ৷ আজ মালদায় যাবেন ৷ গতকাল গিয়েছিলেন পাঁচলায় নির্যাতিতার সঙ্গে কথা বলতে ৷ বিভিন্ন জায়গায় যেখানে মহিলাদের উপর অত্যাচারের অভিযোগ সামনে এসেছে ৷ তাই এই সমস্ত বিষয় সরেজমিনে তদন্ত করতে রাজ্যে এসেছে জাতীয় মহিলা কমিশনের এই দল।

National Commission for Women
জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন

By

Published : Aug 1, 2023, 5:27 PM IST

রাজ্য়ে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন

হাওড়া, 1 অগস্ট: পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে এখন রাজ্যের বিভিন্ন জায়গায় সন্ত্রাস অব্যহত । নির্বাচনের আগে থেকে ও তারপরেও রাজ্যে মহিলাদের উপর হামলা চালানোর বিভিন্ন ঘটনা সামনে এসেছে । তাই এই সমস্ত বিষয় সরেজমিনে তদন্ত করতে রাজ্যে এসেছে জাতীয় মহিলা কমিশনের এই দল। আগামিকাল পর্যন্ত রাজ্যে থাবেন তারা ৷ বিভিন্ন জায়গায় যেখানে মহিলাদের উপর হামলা চালানোর অভিযোগ প্রকাশ্যে এসেছে সেইসব জায়গায় গিয়ে নির্যাতিতাদের সঙ্গে দেখা করে কথা বলবেন তারা। কথা বলবেন তাঁদের পরিবারের সঙ্গেও।

সেমতো গতকাল, সোমবার হাওড়ার পাঁচলায় নির্যাতিতার সঙ্গে দেখা করেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা । নির্যাতিতা পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থী ছিলেন । নির্বাচনের দিন তৃণমূলের দুষ্কৃতীরা তাঁর উপর হামলা চালায় বলেই অভিযোগ করেন ওই বিজেপি মহিলা প্রার্থী । রেখা শর্মার সঙ্গে সঙ্গে সোমবার পাঁচলায় যান বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল ও হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সভাপতি অরুণ উদয় পাল চৌধুরী ৷

আরও পড়ুন:কোচবিহারে নির্যাতিতার মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের বাড়ি ভাঙচুর ক্ষিপ্ত জনতার

উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের দিনে তৃণমূলের ভোট লুট করার সময় বাধা দিলে বিজেপির ওই মহিলা প্রার্থীর উপর হামলা করা হয়ে বলে অভিযোগ করেছেন নির্যাতিতা। তিনি জানান, তাঁকে চুলের মুঠি ধরে মারধোরের পাশাপাশি শারীরিকভাবে নির্যাতন করা হয়েছিল। সোমবার তিনি প্রতিনিধি দলকে জানিয়েছেন, লাগাতার তৃণমূলের পক্ষ থেকে বিভিন্নভাবে তাঁকে ভয় দেখানো হচ্ছে ৷ প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে। এরপরেই রেখা শর্মা স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ করেন।

রেখা শর্মা পুলিশকে জানান, ওই মহিলা প্রার্থীর নিরাপত্তার দিকে আরও বেশি করে নজর দেওয়া উচিত। শুধু তাই নয়, প্রয়োজন পড়লে সমস্ত গ্রামবাসী এই নির্যাতিতার পাশে এসে দাঁড়ান ৷ এমনকী এদিন ওই মহিলাকে অন্যত্র নিয়ে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন রেখা শর্মা। রেখা শর্মা বলেন, "বোঝাই যাচ্ছে যে এদের উপর রাজনৈতিক চাপ রয়েছে। পুলিশকে নিরপেক্ষ হতে হবে। আমার মনে হয় না পুলিশ নিরপেক্ষ। আশা রাখি যে পুলিশ প্রশাসন এদের সাহায্য করবে। এই বিষয় আমি ডিজির সঙ্গেও কথা বলব। এদের নিরাপত্তায় যদি পুলিশ প্রহরা দেওয়া হয় তাহলে তা যেন কার্যকরী হয়।" যদিও এর আগেও যখন বিজেপির পাঁচ মহিলা সাংসদের প্রতিনিধি দল নির্যাতিতার সঙ্গে দেখা করে।

আরও পড়ুন:নির্যাতিতা নাবালিকার মৃত্যুর প্রতিবাদে পুলিশ সুপারের অফিস অভিযান এবিভিপি'র

ABOUT THE AUTHOR

...view details