কলকাতা, 22 জুন: মুর্শিদাবাদের ফরাক্কা থানা এলাকার আমবাগানে বল ভেবে খেলতে গিয়ে বোমার আঘাতে আহত হয়েছিল পাঁচ শিশু । এই ঘটনায় রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর কাছে রিপোর্ট তলব করল জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন । একইসঙ্গে যেখানে এই ঘটনা ঘটেছিল অর্থাৎ মুর্শিদাবাদের ওই অঞ্চলে পরিদর্শনের জন্য জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশনের তরফ থেকে রাজ্য নির্বাচন কমিশনের কাছে অনুমতি চাওয়া হয়েছে ।
জানা গিয়েছে, এই ঘটনা কীভাবে ঘটল, তা জানতে রাজ্যে আসতে চায় ফ্যাক্ট ফাইন্ডিং টিম । সাধারণত অন্য সময় হলে নিজেরাই স্বতঃপ্রণোদিত হয়ে ঘটনাস্থলে এসে তথ্য সংগ্রহ করতে পারত কমিশন । কিন্তু পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ায় এই মুহূর্তে রাজ্যে নির্বাচনী বিধি লাগু রয়েছে ৷ তাই এই সময় রাজ্যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠানোর আগে কমিশনের অনুমতি নিতে হয় । সূত্রের খবর, সেই মতই কমিশনের কাছ থেকে অনুমতি চাওয়া হয়েছে ।