প্রোজেকশন ম্যাপিং শেষে আজ়াদ হিন্দ ফৌজ়ের গান শুভ সুখ চেইন ও তারপর ভারতের জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে পরাক্রম দিবসের অনুষ্ঠানের সমাপ্তি ।
কোহিমার যুদ্ধ থেকে তোজোর সাক্ষাৎ... প্রোজেকশন ম্যাপিংয়ে নেতাজি
18:16 January 23
নেতাজি সুভাষচন্দ্র বসুর 125 তম জন্মজয়ন্তী পালনে কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আজ দুপুর তিনটে নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন তিনি । বিমানবন্দরে তাঁকে সংবর্ধনা জানাতে উপস্থিত ছিলেন মন্ত্রী পূর্ণেন্দু বসু ।
18:06 January 23
রবীন্দ্রনাথ ঠাকুর, অরবিন্দ ঘোষ থেকে শুরু করে জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী তোজো... আজ়াদ হিন্দ ফৌজ়... নেতাজির জীবনের সঙ্গে জড়িয়ে থাকা বিভিন্ন মুহূর্ত তুলে ধরা হচ্ছে প্রোজেকশন ম্যাপিংয়ে ।
17:51 January 23
প্রধানমন্ত্রীর ভাষণ শেষে ভিক্টোরিয়া প্রাঙ্গনে চলছে প্রোজেকশন ম্যাপিং । আলোকসজ্জায় ও নেপথ্য কণ্ঠে ফুটিয়ে তোলা হচ্ছে নেতাজির সংগ্রামী জীবনের বিভিন্ন মুহূর্ত ।
17:46 January 23
"আমাদের সংকল্প আত্মনির্ভর ভারত গড়ার । আমাদের ভারত এগিয়ে চলুক । আমাদের দেশ এখন যেভাবে এগোচ্ছে, যেভাবে দেশ আত্মনির্ভর হচ্ছে, তা দেখলে নেতাজি কত খুশি হতেন ।" বললেন প্রধানমন্ত্রী । তিনি আরও বলেন, "আজ যদি নেতাজি দেখতেন দেশের সেনা এমন অত্যাধুনিক অস্ত্রসামগ্রী ব্যবহার করছেন তাহলে তাঁর কেমন লাগত ।" বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । নেতাজির আদর্শই ছিল আত্মনির্ভর হওয়া । দেশবাসী নেতাজির কাছে ঋণী । এই ঋণ কি মেটানো সম্ভব ?"
17:33 January 23
পরাক্রম দিবসের ভাষণ শুরু প্রধানমন্ত্রীর । "নেতাজির নাম শুনলেই শক্তিসঞ্চার হয়" । কলকাতায় এসে আবেগপ্রবণ প্রধানমন্ত্রী । বললেন, "এই পূণ্যভূমি ভারতকে দেশপ্রেম শিখিয়েছে ।"
17:32 January 23
প্রতিবাদে অনুষ্ঠানে বক্তব্য রাখা থেকে বিরত থাকলেন মুখ্যমন্ত্রী ।
17:22 January 23
মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা হতেই জয় শ্রীরাম স্লোগান ওঠে ভিক্টোরিয়া হাউজ় চত্বরে । আর তাতেই তাল কাটল অনুষ্ঠানের । ক্ষুব্ধ হলেন মুখ্যমন্ত্রী ।
17:08 January 23
সরকারি অনুষ্ঠানের একটি মর্যাদা থাকা দরকার । কাউকে আমন্ত্রণ করে অপমান করা উচিত নয় । অনুষ্ঠান মঞ্চ থেকে প্রধানমন্ত্রীর সামনেই ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী ।
17:00 January 23
একই মঞ্চে পাশাপাশি প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী । রয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড় ও কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী বাবুল সুপ্রিয়ও ।
16:57 January 23
সংগীতানুষ্ঠানের পর নেতাজিকে নিয়ে একটি বইপ্রকাশ করবেন প্রধানমন্ত্রী । তারপর পরাক্রম দিবসের ভাষণ দেবেন তিনি ।
16:49 January 23
যদি তোর ডাক শুনে কেউ না আসে... পরিবেশন করলেন সংগীতশিল্পী উষা উত্থুপ ।
16:46 January 23
গুমনামি সিনেমার সুভাষজি গান পরিবেশন করছেন সংগীতশিল্পী পাপন । সামনের সারিতে বসে মন্ত্রমুগ্ধের মতো শুনছেন প্রধানমন্ত্রী ।
16:40 January 23
প্রধানমন্ত্রীর স্বাগত জানিয়ে বিশেষ সংগীতানুষ্ঠান । খুদেদের পরিবেশনায় "কদম কদম বাড়ায়ে যা...", "ও আমার দেশের মাটি..." । রয়েছেন সংগীত শিল্পী পাপন ও উষা উত্থুপ ।
16:36 January 23
ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে বেরিয়ে মূলমঞ্চের দিকে রওনা প্রধানমন্ত্রীর । রয়েছেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী বাবুল সুপ্রিয়, রাজ্যপাল জগদীপ ধনকড়ও ।
16:23 January 23
ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী । রয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
16:21 January 23
ভিক্টোরিয়া হাউজ়ে পৌঁছালেন প্রধানমন্ত্রী । ঢাকের তালে তাঁকে স্বাগত জানানো হল ভিক্টোরিয়া হাউজ়ে । তাঁকে স্বাগত জানাতে ছিলেন শুভেন্দু অধিকারীসহ রাজ্য বিজেপির অন্যান্য নেতারা । শুভেন্দুর সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও হয় নরেন্দ্র মোদির ।
16:11 January 23
ন্যাশনাল লাইব্রেরি থেকে বেরিয়ে ভিক্টোরিয়া হাউজ়ের দিকে রওনা প্রধানমন্ত্রীর ।
16:07 January 23
আর কিছুক্ষণের মধ্যেই ন্যাশনাল লাইব্রেরি থেকে বেরিয়ে নেতাজিকে নিয়ে আন্তর্জাতিক আলোচনাচক্রে যোগ দেবেন প্রধানমন্ত্রী । আলোচনাচক্রের প্রধান বক্তা নরেন্দ্র মোদি ।
16:03 January 23
ন্যাশনাল লাইব্রেরিতে পৌঁছান নরেন্দ্র মোদি । সেখানে নেতাজির প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি ।
16:02 January 23
নেতাজি ভবন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী । সঙ্গে ছিলে সুগত বসু । নেতাজির ব্যবহার করা বিভিন্ন সামগ্রী ঘুরে দেখেন প্রধানমন্ত্রী ।
15:56 January 23
বিমানবন্দর থেকে বিশেষ চপারে আরসিটিসি প্রাঙ্গনের উদ্দেশে রওনা দেন তিনি । আরসিটিসি প্রাঙ্গনে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় ।