কলকাতা ও দিল্লি , 22 অক্টোবর : বাংলার মণীষীদের বাণীকে হাতিয়ার করে আজ রাজ্যবাসীকে ষষ্ঠীর শুভেচ্ছাবার্তা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ভারতের ইতিহাসে রবীন্দ্রনাথ , বিবেকানন্দ , বিদ্যাসাগরের অবদানের কথা তিনি স্মরণ করেছেন । তিনি জানিয়েছেন, যখনই প্রয়োজন পড়েছে , তখনই তাঁরা ভারতকে সঠিক দিশা দেখিয়েছেন ।
সল্টলেকে পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রে (EZCC) দুর্গাপুজোর আয়োজন করে রাজ্য BJP-র মহিলা মোর্চা ৷ সেখানে আজ ভার্চুয়ালি দুর্গাপুজোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেইসঙ্গে রাজ্যবাসীকে বাংলায় দুর্গাপুজোর শুভেচ্ছাবার্তা জানান তিনি । পাশাপাশি , উদ্বোধনে উপস্থিত হতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করেছেন । তিনি বলেন, "বাংলার এই পবিত্র ভূমিতে দুর্গাপুজো উপলক্ষে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি । মনে হচ্ছে দিল্লিতে নয় বাংলায় আপনাদের কাছে উপস্থিত রয়েছি । আজ পুরো দেশ বাংলাময় । দুর্গাপুজো এমন এক উৎসব যা ভারতের ঐক্য ও শক্তি প্রতিফলিত করে ।" নিষ্ঠাভরে পুজোর পাশাপাশি কোরোনা বিধিও মেনে চলার আবেদন জানান প্রধানমন্ত্রী ।
এরপরেই তিনি ভারতের ইতিহাসে বাংলার মণীষীদের অবদানের কথা উল্লেখ করেছেন । স্মরণ করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে । পাশাপাশি , বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, গুরুচরণ ঠাকুরদের প্রণাম জানিয়েছেন । তিনি জানান , গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলার ভূমি থেকেই আত্মনির্ভর কৃষক এবং আত্মনির্ভর ভারতের বার্তা দিয়েছিলেন । যখনই প্রয়োজন পড়েছে, তখনই তাঁরা ভারতকে সঠিক দিশা দেখিয়েছেন । আজকের ভারত গড়ার পিছনে তাঁদের অবদান প্রচুর । এর পাশাপাশি কবিগুরুর বাণী, তাঁর গান আজকের ভাষণের অন্যতম হাতিয়ার ছিল মোদির । সেইসঙ্গে সাংস্কৃতিক জগতের সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, সুচিত্রা রায়দের শ্রদ্ধা জানান তিনি ।