কলকাতা, 28 ডিসেম্বর:আগামী শুক্রবার জোকা-তারাতলা মেট্রো রুটের উদ্বোধন হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে। একদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী (Narendra Modi Bengal visit)। একইদিনে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করার কথা তাঁর। যার মধ্যে রয়েছে রাজ্যের প্রথম সেমি-ফাস্ট বন্দে ভারত এক্সপ্রেস। পাশাপাশি বহু প্রতীক্ষিত কলকাতা মেট্রোর পার্পল লাইন অর্থাৎ জোকা-তারাতলা মেট্রোর উদ্বোধন করবেন তিনি (Narendra Modi to inaugurate Purple line of Kolkata Metro on Friday) ৷
জানা গিয়েছে ওইদিন বঙ্গ সফরের মাঝে ভার্চুয়ালি মেট্রোর পার্পল লাইন উদ্বোধন করবেন মোদি ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মেট্রোরেলের সেই অনুষ্ঠানে প্রোটোকল মেনে আমন্ত্রণ জানানো হয়েছে (CM Mamata Banerjee invited at Kolkata Metro purple line inauguration programme)। আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। প্রধানমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে থাকতে পারেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও।
প্রসঙ্গত, ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধনে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ না-জানানো নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল রাজনৈতিক মহলে। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার সাবধানী কেন্দ্র। বিশেষজ্ঞদের মতে মেট্রো কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ। জানা গিয়েছে, হাওড়া স্টেশন থেকে ভার্চুয়ালি পার্পল লাইনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ৷ তবে সূত্রের খবর, ওইদিন উদ্বোধন হলেও কবে থেকে ওই অংশে বাণিজ্যিকভাবে যাত্রী পরিষেবা শুরু হবে, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। যতদূর জানা যাচ্ছে আগামী 2 জানুয়ারি থেকে ওই অংশে যাত্রী পরিষেবা চালু হতে পারে