পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kolkata Metro Line 3 Inauguration: শুক্রে জোকা-তারাতলা মেট্রো প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধনে প্রধানমন্ত্রী - Mamata Banerjee invited

বহু প্রতীক্ষিত কলকাতা মেট্রোর পার্পল লাইনের পথচলা শুরু হতে চলেছে আগামী শুক্রবার ৷ রাজ্যে একদিনের সফরে এসে ওইদিন হাওড়া স্টেশন থেকে জোকা-তারাতলা মেট্রোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi to inaugurate Purple line of Kolkata Metro on Friday) ৷

Kolkata Metro Line 3 Inauguration
জোকা-তারাতলা মেট্রো প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধনে প্রধানমন্ত্রী

By

Published : Dec 28, 2022, 5:10 PM IST

কলকাতা, 28 ডিসেম্বর:আগামী শুক্রবার জোকা-তারাতলা মেট্রো রুটের উদ্বোধন হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে। একদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী (Narendra Modi Bengal visit)। একইদিনে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করার কথা তাঁর। যার মধ্যে রয়েছে রাজ্যের প্রথম সেমি-ফাস্ট বন্দে ভারত এক্সপ্রেস। পাশাপাশি বহু প্রতীক্ষিত কলকাতা মেট্রোর পার্পল লাইন অর্থাৎ জোকা-তারাতলা মেট্রোর উদ্বোধন করবেন তিনি (Narendra Modi to inaugurate Purple line of Kolkata Metro on Friday) ৷

জানা গিয়েছে ওইদিন বঙ্গ সফরের মাঝে ভার্চুয়ালি মেট্রোর পার্পল লাইন উদ্বোধন করবেন মোদি ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মেট্রোরেলের সেই অনুষ্ঠানে প্রোটোকল মেনে আমন্ত্রণ জানানো হয়েছে (CM Mamata Banerjee invited at Kolkata Metro purple line inauguration programme)। আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। প্রধানমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে থাকতে পারেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও।

প্রসঙ্গত, ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধনে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ না-জানানো নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল রাজনৈতিক মহলে। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার সাবধানী কেন্দ্র। বিশেষজ্ঞদের মতে মেট্রো কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ। জানা গিয়েছে, হাওড়া স্টেশন থেকে ভার্চুয়ালি পার্পল লাইনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ৷ তবে সূত্রের খবর, ওইদিন উদ্বোধন হলেও কবে থেকে ওই অংশে বাণিজ্যিকভাবে যাত্রী পরিষেবা শুরু হবে, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। যতদূর জানা যাচ্ছে আগামী 2 জানুয়ারি থেকে ওই অংশে যাত্রী পরিষেবা চালু হতে পারে

আগামী শুক্রবার সকাল সাড়ে 10টা নাগাদ হাওড়া স্টেশনে পৌঁছবেন প্রধানমন্ত্রী ৷ প্রায় 12 বছর ধরে বিভিন্ন কারণে দীর্ঘায়িত হয়েছে জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত পার্পল লাইনে মেট্রোর কাজ। তবে সম্প্রতি মিলেছে কমিশনার অফ রেলওয়ে সেফটি (সিআরএসে)-র ছাড়পত্র। আপাতত এই অংশে মেট্রো চলবে জোকা থেকে তারাতলা পর্যন্ত। সম্প্রতি ভাড়ার তালিকাও প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন:সংকটজনক হীরাবেন মোদি, মা'কে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

যাত্রী পরিষেবার জন্য প্রস্তুত পার্পল লাইন। প্রস্তুত হয়ে যাওয়ার পরেও এসি রেকের অভাবে পুরনো নন এসি রেক দিয়েই চলছিল ট্রায়াল রান। এমনকী সিআরএস যখন পরিদর্শনে এসেছিলেন, তখন এই পুরনো রেকেই ট্র্যাক পরীক্ষা করা হয়েছিল। এই অংশে মেট্রো পরিষেবা চালু হলে বেহালাবাসীদের যাতায়াতের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। সম্প্রতি এই অংশের জন্য এসেছে মেধা সিরিজের শীততাপ নিয়ন্ত্রিত রেক। আপাতত একজোড়া অত্যাধুনিক ঝাঁ-চকচকে শীততাপ রেক পরিষেবার জন্য নামানো হবে।

জোকা-তারাতলার মধ্যে পড়ছে 5টি স্টেশন - জোকা, ঠাকুরপুকুর, শখেরবাজার, বেহালা চৌরাস্তা এবং বেহালা বাজার। যতদিন না পর্যন্ত সিবিসিটিসি ব্যবস্থাপনা (communication based train control) পুরোপুরি ভাবে প্রস্তুত হচ্ছে, ততদিন প্রাথমিকভাবে ওয়ান ট্রেন অনলি সিস্টেমের মাধ্যমে চালানো হবে একটি ট্রেন।

ABOUT THE AUTHOR

...view details