কলকাতা, 12 জানুয়ারি : সিন্ডিকেটের সুযোগ নেই বলেই রাজ্যে কৃষাণ সম্মান নিধির মত প্রকল্প চালু করতে দেওয়া হয়নি । রাজ্যের নীতি নির্ধারকদের ঈশ্বর সুবুদ্ধি দিক । নেতাজি ইন্ডোরে রাজ্য সরকারকে সরাসরি আক্রমণ করলেন মোদি ।
আজ কলকাতা পোর্ট ট্রাস্টের 150 বছর পূর্তি উপলক্ষে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেখানে একাধিক বিষয় কথা বলেন তিনি । ভারতের ইতিহাসে কলকাতা বন্দরের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে মোদি বলেন দেশকে ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্তি পেতে দেখেছে কলকাতা বন্দর । বাংলার মানুষের কী প্রয়োজন, কী বলতে চায় তাঁরা তা জানেন প্রধানমন্ত্রী । পাশাপাশি পশ্চিমবঙ্গের উন্নয়ন নিয়েও কথা বলেন নরেন্দ্র মোদি ।