কলকাতা, 12 জানুয়ারি : কলকাতা বন্দরের নাম পরিবর্তনের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । নতুন নাম, 'শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট' । পাশাপাশি তিনি একথাও বলেন, কলকাতার শিল্প-বাণিজ্যে যথেষ্ট অবদান রয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের । তাঁর এই ঘোষণার পর পালটা প্রশ্ন ওঠে বিরোধীদের তরফে । রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, নাম পরিবর্তনের একটা পদ্ধতি আছে । ইচ্ছেমতো করা যায় না ।
আজ কলকাতা পোর্ট ট্রাস্টের 150 বছর উপলক্ষে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদি । নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বক্তৃতা দেন তিনি । সেখানেই তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানের কথা উল্লেখ করেন । তিনি বলেন, ''চিত্তরঞ্জন লোকোমোটিভ ফ্যাক্টরি, হিন্দুস্তান এয়ারক্রাফ্ট ফ্যাক্টরির মত বড় বড় পরিযোজনার বিকাশে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান রয়েছে । স্বাধীনতা পরবর্তী ভারতে নতুন নীতি নির্ধারণ করেছিলেন বি আর আম্বেদকর ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় । জল সংশোধন নীতি নির্ধারণেও শ্যামাপ্রসাদের অবদান রয়েছে । শ্রমিকদের সঙ্গে যুক্ত নানা আইন রূপায়ণ সহ একাধিক বিষয়ে নিজেদের ভাবনাকে কাজে লাগিয়েছিলেন আম্বেদকর। কলকাতা বন্দরের নাম পরিবর্তন করে রাখা হল শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ।''