পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

President Droupadi Murmu Birthday: 65তম জন্মদিনে রাষ্ট্রপতি মুর্মুকে শুভেচ্ছা মোদি ও মমতার - President Droupadi Murmu Birthday

আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জন্মদিন ৷ শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী, উপ-রাষ্ট্রপতি থেকে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা ৷

President Droupadi Murmu Birthday
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জন্মদিন

By

Published : Jun 20, 2023, 2:27 PM IST

কলকাতা, 20 জুন: আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর 65তম জন্মদিন ৷ রাষ্ট্রপতিকে শুভেচ্ছা বার্তায় ভরালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড় থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

এবারে রথযাত্রার দিনই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জন্মদিন ৷ তাই রথ উপলক্ষে দিল্লির জগন্নাথ মন্দিরে পুজো দিতে যান রাষ্ট্রপতি ৷ এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লেখেন, "রাষ্ট্রপতিজিকে জন্মদিনের শুভেচ্ছা । তিনি আমাদের জনগণের কল্যাণ, মর্যাদা এবং প্রতিশ্রুতির আলোকবর্তিকা ৷ তিনি দেশের অগ্রগতির ক্ষেত্রে তাঁর প্রচেষ্টার জন্য প্রশংসিত । তাঁর দেশের প্রতি উৎসর্গ আমাদের সকলকে অনুপ্রাণিত করে চলেছে । তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি ।" রাষ্ট্রপতি শুভেচ্ছা বার্তার জন্য ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীকে ৷

এছাড়াও রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছেন লোকসভার স্পীকার ওম বিড়লা ৷ তিনি লেখেন, "মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মু জিকে জন্মদিনের শুভেচ্ছা । সমাজের সকল শ্রেণির ক্ষমতায়ন এবং একটি উন্নত ভারত গড়ার প্রতি আপনার প্রগতিশীল চিন্তাভাবনা এবং দক্ষ নির্দেশিকা অনুপ্রেরণাদায়ক । ঈশ্বরের কাছে আপনার সুস্থ জীবন ও দীর্ঘায়ু কামনা করছি ।" মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রাষ্ট্রপতি মুর্মুকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভোলেলনি ৷ তিনি লেখেন, "রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে জন্মদিনের শুভেচ্ছা ৷ আমি তাঁর দীর্ঘায়ু ও খুশি কামনা করি ৷"

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে জন্মদিনের শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
দ্রৌপদী মুর্মুকে জন্মদিনের শুভেচ্ছা সস্ত্রীক উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের

পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, সস্ত্রীক উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড় ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি ভবনে গিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান ৷ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ থেকে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার রাষ্ট্রপতিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ৷

আরও পড়ুন:পশ্চিমবঙ্গ দিবসে বাংলার জনগণকে শুভেচ্ছা রাষ্ট্রপতির, স্মরণে নেতাজি থেকে সত্যজিৎ

উল্লেখ্য, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ওড়িশার বাসিন্দা ৷ 1958 সালে 20 জুন ওড়িশার উপরবেড়া গ্রামে সাঁওতালি উপজাতি পরিবারে জন্মগ্রহণ করেন তিনি ৷ 2022 সালে জুলাই মাসে তিনি দেশের 15তম রাষ্ট্রপতি হিসাবে শপথ নেন ৷ তার আগে 2015 থেকে 2021 সাল পর্যন্ত ঝাড়খণ্ডের নবম রাজ্যপাল হিসাবে তিনি দাযিত্বভার সামলেছেন ৷ উপজাতি পরিবার থেকে তিনি দেশের প্রথম রাষ্ট্রপতি এবং প্রতিভা পাতিলের পর দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি ৷

ABOUT THE AUTHOR

...view details