কলকাতা, 20 জুন: আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর 65তম জন্মদিন ৷ রাষ্ট্রপতিকে শুভেচ্ছা বার্তায় ভরালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড় থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
এবারে রথযাত্রার দিনই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জন্মদিন ৷ তাই রথ উপলক্ষে দিল্লির জগন্নাথ মন্দিরে পুজো দিতে যান রাষ্ট্রপতি ৷ এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লেখেন, "রাষ্ট্রপতিজিকে জন্মদিনের শুভেচ্ছা । তিনি আমাদের জনগণের কল্যাণ, মর্যাদা এবং প্রতিশ্রুতির আলোকবর্তিকা ৷ তিনি দেশের অগ্রগতির ক্ষেত্রে তাঁর প্রচেষ্টার জন্য প্রশংসিত । তাঁর দেশের প্রতি উৎসর্গ আমাদের সকলকে অনুপ্রাণিত করে চলেছে । তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি ।" রাষ্ট্রপতি শুভেচ্ছা বার্তার জন্য ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীকে ৷
এছাড়াও রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছেন লোকসভার স্পীকার ওম বিড়লা ৷ তিনি লেখেন, "মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মু জিকে জন্মদিনের শুভেচ্ছা । সমাজের সকল শ্রেণির ক্ষমতায়ন এবং একটি উন্নত ভারত গড়ার প্রতি আপনার প্রগতিশীল চিন্তাভাবনা এবং দক্ষ নির্দেশিকা অনুপ্রেরণাদায়ক । ঈশ্বরের কাছে আপনার সুস্থ জীবন ও দীর্ঘায়ু কামনা করছি ।" মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রাষ্ট্রপতি মুর্মুকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভোলেলনি ৷ তিনি লেখেন, "রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে জন্মদিনের শুভেচ্ছা ৷ আমি তাঁর দীর্ঘায়ু ও খুশি কামনা করি ৷"