কলকাতা, 23 জানুয়ারি : কলকাতায় পৌঁছালেন প্রধানমন্ত্রী । বিমানবন্দরে তাঁকে সংবর্ধনা জানাতে উপস্থিত ছিলেন মন্ত্রী পূর্ণেন্দু বসু । নেতাজির 125 তম জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতায় বিশেষ কর্মসূচি রয়েছে নরেন্দ্র মোদির ।
বিমানবন্দর থেকে বিশেষ চপারে আরসিটিসি প্রাঙ্গনের উদ্দেশে রওনা দেন তিনি । আরসিটিসি প্রাঙ্গনে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত রয়েছেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় । সেখান থেকে সড়ক পথে ন্যাশনাল লাইব্রেরি হয়ে প্রধানমন্ত্রী যাবেন নেতাজি ভবনে ।
চলতি বছর থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালিত হবে 'পরাক্রম দিবস' হিসেবে ৷ ঘোষণা করেছে কেন্দ্র সরকার ৷ আজ নেতাজির 125তম জন্মবার্ষিকীতে পরাক্রম দিবস পালন করতে কলকাতায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কলকাতায় দুটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি ৷