কলকাতা, 20 মে : করোনা ভয়াবহ আকার ধারণ করেছে গোটা দেশে তথা পশ্চিমবঙ্গে । এই পরিস্থিতিতে নারদ স্টিং অপারেশন এবং তার পরিপ্রেক্ষিতে সিবিআই তদন্ত নিয়ে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের সংঘাত চরমে । এরই মধ্যে আজ সকাল 11টায় ভার্চুয়াল বৈঠকে মুখোমুখি হবার প্রবল সম্ভাবনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ।
সূত্রের খবর, করোনা পরিস্থিতিতে শয্যা সংকট, অক্সিজেনের আকাল এবং সেই সংক্রান্ত বেশ কিছু বিষয়ে আলোচনা করতে চেয়ে দশ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আজ বৈঠক রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷